ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা খেলাধুলা ধারাবাহিক টানা চতুর্থ হোয়াইটওয়াশের লজ্জায় পাকিস্তান

ধারাবাহিক টানা চতুর্থ হোয়াইটওয়াশের লজ্জায় পাকিস্তান

0
428
ছবি : espncricinfo

পাকিস্তানের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। হারের ধারাবাহিকতা ঝেঁকে বসেছে পাকিস্তানের উপর। ২০১৬ বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণালী সময় হলেও, ২০১৭ তেমন সুবিধা করতে পারেনি। কিন্তু বাংলাদেশের তাতে কি! ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং বিগত সফলতাকে পূঁজি করে এগিয়ে যাচ্ছে।

পাকিস্তানের ক্রিকেটের সাথে যেনো হার শব্দটা এবার জোড়া লেগেই গেল। অনেকদিন ধরেই জয়ের খড়ায় ভুগছে দেশটি।

তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারলো না পাকিস্তান। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ২২০ রানে হেরে লজ্জা নিয়েই মাঠ ছাড়লো মিসবাহ উল হকের দল। ৪৬৫ রানের টার্গেটে পঞ্চম দিনে ২৪৪ রানে সবকটি উইকেট হারায় পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর- অস্ট্রেলিয়া: ৫৩৮/৮ ডিক্লে. ও ২৪১/২ ডিক্লে.
পাকিস্তান: ৩১৫ ও ২৪৪ (৮০.২)

অস্ট্রেলিয়ার মাটিতে এ নিয়ে টানা চারটি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেল পাকিস্তান। সেই ১৯৯৯-২০০০ মৌসুম থেকে তিন ম্যাচের সিরিজে এ নিয়ে টানা চার সফরেই সবকটি ম্যাচ হেরেছে তারা।

চতুর্থ দিন ৫৫ রানে এক উইকেট হারিয়ে শেষ করা পাকিস্তান শেষ দিনে খুব একটা সুবিধে করতে পারেনি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইউনিস খান ১৩ রানে স্পিনার নাথান লিওনের বলে আউট হন। এদিন ক্যারিয়ারের ১০ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়েছিলে তিনি। তবে ১৩ রান করেই আউট হন এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৭০ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। এছাড়া ৩৮ রান আসে অধিনায়ক মিসবাহ উল হকের ব্যাট থেকে। অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জস হ্যাজেলউড ও স্টিভ ও’কিফ।

এখন যেন তারা হারের লজ্জটাকে ফেরি করেই বেড়াচ্ছে!

আরবি/আরপি/ ৭ জানুয়ারি, ২০১৭