ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ধ্যানসাধনা মানুষের জীবনে আমূল পরিবর্তন আনে

ধ্যানসাধনা মানুষের জীবনে আমূল পরিবর্তন আনে

0
485

বিভিন্ন ধর্মের ৩০ জন অনুসারীর অংশগ্রহণে বিপশ্যনা ধ্যানের আয়োজন করে বাংলাদেশ বিপশ্যনা সোসাইটির নির্বাহী সদস্য মোহাম্মদ মিজান ও ডা. নিশি রঞ্জন তালুকদার এবং সংশ্লিষ্ট সোসাইটির অন্যান্য সদস্যগণ।

গাজীপুর জেলার মঠবাড়ীর কুচিলাবাড়িতে জেজুইট ফাদারদের ফরমেশন সেন্টার নবজ্যোতি নিকেতনে এই ধ্যানসাধনার আয়োজন করা হয় ২০১৬ সালের ডিসেম্বর ৫-১৬ তারিখ পর্যন্ত। কলকাতার গুরু দিপক ভট্টাচার্য ও গুরুপতœী কাকুলি ভট্টাচার্য ধ্যানকার্য পরিচালনায় নেতৃত্ব দেন।

02এই ধ্যানের মূল কাজ হলো মন শুদ্ধিকরণ। এতে মানুষের মন ও শরীর এক প্রশান্তিময় পরিস্থিতিতে আনা যায়। ভারসাম্য জীবনযাপনের জন্য এই ধ্যানসাধনা মানুষের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। মিজান বলেন, প্রাত্যহিক অনুশীলনে সাধকেরা এক নতুন জীবন লাভ করে। ভারসাম্য ও জীবনের স্থিতি এই সাধনার মৌলিক ফল।
মিজান ডিসিনিউজকে আরো বলেন, মানুষের মূল বৈশিষ্ট্য হলো শর্তহীন প্রেম ও ভালবাসা। মন শুদ্ধি না করলে এই ভালবাসা চর্চা করা যায় না, সম্ভব হয় না। শ্বাস এবং সংবেদনকে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণই এই ধ্যানের মূল বিষয়।

বাংলাদেশ বিপশ্যনা সোসাইটি ২০০৪ সাল থেকে বাংলাদেশে এই ধ্যান অনুশীলন-এর আয়োজন করে আসছে। এই সালেই টাঙ্গাইলের মধুপুরে কর্পুস খ্রিস্টী চার্চের শান্তিনিকেতনে প্রথমবারের মতো এই চর্চা শুরু হয়। এর পর থেকে প্রতি বছর গড়ে একবার এই ধ্যান চর্চার ১২ দিনের কোর্সের আয়োজন করা হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই অনুশীলনে অংশ নিতে পরে।

প্রতিটি কোর্সেই ৩০-৫০ জন, এবং কোনো কোনো সময় এরও বেশি অংশগ্রহণ করে থাকে। ধ্যান পরিচালনার জন্য প্রধানত ভারতের বিভিন্ন রাজ্য থেকে গুরু আনা হয়ে থাকে।

আরপি/আরবি/ডিসেম্বর ২১, ২০১৬