ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাজিমাত : গ্রিন ফ্রিডম কম্পিটিশন-২০১৬

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাজিমাত : গ্রিন ফ্রিডম কম্পিটিশন-২০১৬

0
1857

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ফেড্রিক ন্যুম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (বাংলাদেশ) কর্তৃক আয়োজিত গ্রিন ফ্রিডম শর্ট ফিল্ম কম্পিটিশন ২০১৬ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ-এর “দ্যা মেকার্জ” দল। প্রথম রানার-আপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির “হান্ড্রেড মাইলস্” এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “প্যাথফাইন্ডার” দল।

15151281_228919850863490_581811278_n২০ নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রফেসর ড. এম. গোলাম রহমান (প্রধান তথ্য কমিশনার, তথ্য কমিশন বাংলাদেশ)।

চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পেয়েছে এক লক্ষ টাকা ও ক্রেস্ট, প্রথম রানার-আপ দল পেয়েছে ৫০ হাজার টাকা ও ক্রেস্ট এবং দ্বিতীয় রানার-আপ দল ২৫ হাজার টাকা ও ক্রেস্ট। সেই সাথে চূড়ান্ত পর্যায়ের সকল প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

চ্যাম্পিয়ন হওয়া প্রসঙ্গে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দলের দলনেতা এ্যালেক্স রোমারিও বলেন, ‘দলীয় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। আমাদের উদ্দেশ্য ছিল প্রকৃতির সাথে মানুষের যে গভীর ‘সম্পর্ক’ তা তুলে ধরা।’ কাজটি করতে গিয়ে সবচেয়ে বেশি উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন এ্যাভান্ট গ্রেড প্রোডাকশনস হাউজের সিইও এবং নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর লেকচারার আহমেদ তাহসিন স্যামস।

বন্ধুদের কৃতিত্বে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুশীল সরেন বলেন, ‘নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কার্যক্রম শুরু করার পর এবার দ্বিতীয়বারের মতো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর প্রথমবারের মতো দ্বিতীয় অংশগ্রহণেও এনডিইউবি-এর শিক্ষার্থীরা বাজিমাত (চ্যাম্পিয়ন হয়েছে) করেছে। নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর পক্ষে যারা প্রতিনিধিত্ব করেছে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

নটর ডেম “দ্যা মেকার্জ” দলের প্রতিনিধিত্বকারী সদস্যবৃন্দ হলেন এ্যালেক্স রোমারিও (দলনেতা), শুভেন্দ্র লাল তেওয়ারী, সীমান্ত বড়ুয়া, তামির-আল-হামিদ, সাঈদ বিন নেওয়াজ এবং ম্যালিসা জেসি সরকার।

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর পক্ষ থেকে ২১ নভেম্বর সকালে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার ও উপাচার্য। এনডিইউবি-এর ভারপ্রাপ্ত উপাচার্য শিক্ষার্থীদের সাফল্যে তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই শুভকর্মে অংশগ্রহণ ও কৃতিত্বের জন্য ছাত্রদের জানাই অভিনন্দন। এভাবেই গড়ে উঠুক দেখায় পারদর্শীতা ও কর্মে সৎ সাহস।’

15128561_228919870863488_676981371_nএই প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মোট ৭৩টি দল অংশগ্রহণ করে। সেখান থেকে নয়টি দল চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছিল এবং বিচারকদের নম্বর (৮০%) ও ফেইসবুক ভোটের (২০%) মাধ্যমে শীর্ষ তিন নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ফেড্রিক নুম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম, বাংলাদেশ (এফএনএফ)-এর যৌথ উদ্যোগে ঢাকা শহরের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের নিয়ে ১৫ অক্টোবর সকাল ১০টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘গ্রিন ফ্রিডম ক্লিনিং ফেস্টিভ্যাল-২০১৬’ নামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমেও নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর র‌্যাডিয়ান্ট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ঐ প্রতিযোগিতায় নটর ডেম দলের প্রতিনিধিত্বকারী সদস্যবৃন্দ হলেন মুরাদ আহমদ খান, নাজমুল হক রনি, বিনয় রয়, মতিউর রশিদ এবং হাফিজুল ইসলাম।

আরবি/আরপি

২২ নভেম্বর, ২০১৬