শিরোনাম :
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ ক্লাব ডে পালন
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে ২০ মে, (শনিবার) ক্লাব ডে পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (ইন-চার্জ) প্রফেসর ফাদার বেঞ্জামিন কস্তা সিএসসি। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন ফাদার বেঞ্জামিন এবং সাতটি ক্লাবের পতাকা উত্তোলন করেন প্রতিটি ক্লাবের মডারেটর ও সহকারী মডারেটরবৃন্দ।
ফাদার বেঞ্জামিন স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের চারা গাছের সাথে তুলনা করে বলেন, ‘চারা গাছ যেমন পরিচর্যার মাধ্যমে বড় হয়ে চারিদিক ফুলফলে শোভিত করে, তেমনি আমাদের শিক্ষার্থীরাও শিক্ষকদের পরিচর্যার মাধ্যমে আলোকিত মানুষ হয়ে মানব সেবায় আত্মনিয়োগ করবে।’ তিনি শিক্ষার্থীদের সৃজনশীল ক্লাব কর্মকান্ডে অংশগ্রহণের জন্য অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপাচার্য, শিক্ষকম-লী এবং অতিথিবৃন্দ বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের ক্লাব সমন্বয়কারী এবং ছাত্র বিষয়ক সহকারী উপদেষ্টা সিস্টার সাগরিকা গমেজ সিএসসি অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন।
আরবি/আরপি/৩০ মে, ২০১৭