ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি নতুন বছরে নতুন জাকারবার্গ!

নতুন বছরে নতুন জাকারবার্গ!

0
271

নতুন বছরে এক অভিনব চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

বছর জুড়েই ঘুরে কাটাতে চান মার্কিন মুলুক। পুরো সময়ে দেশটির ৩০টি অঙ্গরাজ্যে যেতে চান মার্ক। কথা বলতে চান আরও বেশি মানুষের সঙ্গে।

৪ জানুয়ারি, বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফেসবুকে দেওয়া এক পোস্টে জাকারবার্গ বলেন, ২০১৭ সালে তাঁর ব্যক্তিগত চ্যালেঞ্জ হবে যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য ঘুরে দেখা।

জাকারবার্গ তাঁর পোস্টে আরও  লেখেন, ‘আবেগভরা আর একটি বছর পেরোলাম। এবার ঘুরে বেড়ানোর আশা নিয়ে এই চ্যালেঞ্জ নিয়েছি। দেখতে চাই সবাই কীভাবে জীবন যাপন করছে। ভাবতে চাই ভবিষ্যৎ নিয়ে। কয়েক দশক ধরে, প্রযুক্তি ও বিশ্বায়ন আমাদের আরও উৎপাদনশীল এবং সংযুক্ত করেছে। অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। তবে অনেক মানুষের জন্য প্রযুক্তি জীবনকে আরও চ্যালেঞ্জর মুখোমুখি করেছে। সবার জন্য আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে।’

images-2জাকারবার্গ মনে করেন, এই সফর তাঁর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ পৃথিবী এক নতুন সময়ে পদার্পণ করেছে।

জাকারবার্গ তাঁর পোস্টে লেখেন, স্ত্রী প্রিসিলাকে নিয়ে এই সফরে বের হবেন তিনি। চলার পথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ছোট শহরে থামবেন। সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। দেশব্যাপী ফেসবুকের বিভিন্ন অফিসে যাবেন এবং কর্মীদের খোঁজ-খবর নেবেন।

বিদায়ী বছরে (২০১৬) ৩৬৫ মাইল দৌড়ানো, ২৫টি নতুন বই পড়া ও ম্যান্ডারিন (চীনা) ভাষা শেখার সংকল্প করেছিলেন জাকারবার্গ।

এসএন/আরবি/আরপি/ ৪ জানুয়ারি, ২০১৭