শিরোনাম :
নতুন সদস্যপদ প্রত্যাশিদের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। ঢাকা
অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটে নতুন সদস্যপদ প্রত্যাশিদের শিক্ষা সেমিনার।
২২ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের ম্যানেজার স্ট্যানিসলাউস সোহেল রোজারিও ও এমসিএস বিভাগের সহকারী ম্যানেজার শিল্পী দেশাইয়ের উপস্থাপনায় শিক্ষা সেমিনারে এদিন উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর পল্লব ডি’রোজারিও, মনিকা গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য স্টেলা হাজরা এবং অনিতা মাধবী গমেজ, সিও স্বপন রোজারিও প্রমুখ।
শিক্ষা সেমিনারে বক্তাগণ ঢাকা ক্রেডিটে যারা নতুন সদস্যপদ গ্রহণ করবেন, তাদের একজন আদর্শ সমবায়ী হওয়ার জন্য আহ্বান জানান। সেই সাথে ঢাকা ক্রেডিটের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন জানান।