শিরোনাম :
নদ্দায় নতুন সদস্যপদ প্রত্যাশিদের প্রি-মেম্বারশীপ ক্লাশ অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। ঢাকা
অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের নদ্দা এলাকায় নতুন সদস্যপদ প্রত্যাশিদের প্রি-মেম্বারশীপ ক্লাশ।
২১ মে, সন্ধ্যা ৬টায় নদ্দা এলাকায় এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। প্রি-মেম্বারশীপ ক্লাশে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, ডিরেক্টর প্রত্যেশ রাংসা, ডন এ. অধিকারী, শিপন রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য সুশান্ত কুবি, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ, প্রাক্তন ডিরেক্টর সলোমন আই. রোজারিও, ঢাকা ক্রেডিটের চীফ অফিসার বিপুল গমেজ, ঢাকা ক্রেডিটের সেলস ম্যানেজার পিন্টু কস্তাসহ ঢাকা ক্রেডিটের নদ্দা সেবাকেন্দ্রের কর্মীবৃন্দ। প্রি-মেম্বারশীপ ক্লাশ সঞ্চালনা করেন নদ্দা সেবাকেন্দ্রের ম্যানেজার প্রদীপ দাশ।
প্রি-মেম্বারশীপ ক্লাশে বক্তাগণ ঢাকা ক্রেডিটে যারা নতুন সদস্যপদ গ্রহণ করবেন, তাদের একজন আদর্শ সমবায়ী হওয়ার জন্য আহ্বান জানান। সেই সাথে ঢাকা ক্রেডিটের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন জানান।
ক্লাসে নদ্দা এলাকার প্রায় ৯০ জন সদস্যপদ প্রত্যাশী অংশগ্রহণ করেন।