ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক নবঘোষিত কার্ডিনালদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

নবঘোষিত কার্ডিনালদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

0
1761

১৯ নভেম্বর পূণ্যপিতা পোপ ফ্রান্সিস ১৭ জন নতুন কার্ডিনালের মাথায় লাল টুপি পড়িয়ে কার্ডিনালের দলিল প্রদান করে আনুষ্ঠানিকভাবে কার্ডিনালের দায়িত্ব অর্পণ করেন।

শনিবার, ভাতিকানে পূণ্যপিতা এক পূণ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের নবঘোষিত কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওসহ আরো ১৬ জন কার্ডিনালের মাথায় কার্ডিনাল মর্যাদার লাল টুপি পড়িয়ে দেন। এসম পোপ ফ্রান্সিস তাদের মাথায় হাত রেখে আশির্বাণী উচ্চারণ করেন এবং তাদের হাতে দায়িত্বের দলিল তুলে দেন।

এসময় পোপ কার্ডিনালদের বিতর্ক এবং শত্রুতায় পড়ে থাকা লোকজনদের ঈশ্বরের করুণায় নিয়ে আসার জন্য আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান বিশ্ব, বৈশিক সমস্যায় আচ্ছান্ন, যার উদাহরন হিসেবে তিনি মাইগ্রেশন সংকটকেও দেখিয়েছেন, যার কারণে তারা শত্রু হিসেবে অখ্যায়িত হচ্ছে। এছাড়াও বর্তমান পরিবেশগত সমস্যা, বৈশিক অস্থিরতাসহ নানা বিষয়ে উল্লেখ করে তিনি কার্ডিনালদের বলেন, আমাদের এই সব সমস্যার সমাধানের পথ বের করতে হবে।

08এসময় পোপ নতুন কার্ডিনালদের সুন্দর এবং পবিত্র জীবন কামনা করেন।

বর্তমানে পোপ ফ্রান্সিস ১৭ জন নতুন কার্ডিনালের নাম ঘোষণা দেওয়ার পর পোপীয় নির্বাচনে অংশগ্রহণকারী কার্ডিনালের সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জন, যারা পোপীয় নির্বাচনে অংশ নিবেন না, তাদের সংখ্যা ১০৭জন এবং সবমিলিয়ে কার্ডিনালেন সংখ্যা বর্তমানে ২২৮ জন।

১১ অক্টোবর, রোববারের ঘোষণায় পোপ ফ্রান্সিস বাংলাদেশের আর্চবিশপ প্যাট্রিকসহ আরো ১৬ জন নতুন কার্ডিনালের নাম ঘোষণা দেন যা স্থানীয় মন্ডলীর জন্য আশির্বদান এবং ঐশ অনুগ্রহের দান হিসেবে সকলে অভিনন্দন জানিয়েছে।

আরবি/আরপি/আরএসআর
২০ নভেম্বর, ২০১৬