শিরোনাম :
নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের সাথে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা
ডিসিনিউজ।।ঢাকা
১৫ ফেব্রুয়ারি নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের সাথে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগ -এর ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য পংকজ গিলবার্ট কস্তা।
গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এ ঘোষণা দেন। ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের ফরম বাছাই শেষে সিইসি এ ঘোষণা দেন। মো. সাহাবুদ্দিন দেশের ২২ তম রাষ্ট্রপতি।