শিরোনাম :
নবাই বটতলায় রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থ উৎসব পালন
দীর্ঘ নয়দিন আধ্যাত্মিক প্রস্তুতির পর ১৬ জানুয়ারি রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলায় মহাসমারোহে পালন করা হলো রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থোৎসব।
তীর্থোৎসবে অনুষ্ঠিত মহা খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।
তীর্থের মহোৎসবে আনুমানিক ৮ থেকে ৯ হাজার খ্রীষ্টভক্তের সমাগমে আরো উপস্থিত ছিলেন বিশপ থিওটনিয়াস গমেজ, ৩২ জন যাজক, ৩৫ জন ব্রতধারিণী।
খ্রীষ্টযাগের শুরুতেই বিশপ জের্ভাস রোজারিও বলেন, ‘ ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাত থেকে রক্ষাকারিণী মা মারীয়া এই গ্রামবাসীদেরকে রক্ষা করেছিলেন। আজও তিনি আমাদের বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করে যাচ্ছেন তাই আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
খ্রীষ্টযাগের উপদেশ বাণীতে বিশপ থিওটনিয়াস গমেজ বলেন, ‘রক্ষাকরিণী মা মারীয়ার প্রতি গভীর বিশ্বাস,ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এই তীর্থ উৎসবে সমবেত হয়েছি।আমরা আজ বিশেষভাবে প্রার্থনা করি আমরা যেন প্রত্যেকেই পবিত্রতার পথে চলতে পারি।’
তিনি আরো বলেন, ‘ মা মারীয়া সর্বদাই তার পুত্র য়ীশুর পাশে থেকে তাকে রক্ষা করেছিলেন। ঠিক একই ভাবে আজ ও মা মারীয়া আমাদেরকে রক্ষা করছেন। তাই আমাদের দায়িত্ব মা মারীয়ার নিকট আমাদের হৃদয়ের ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করা।’
খ্রীষ্টযাগের শেষে বিশপ ও যাজকগণ মা মারীয়ার মধ্যস্থতায় প্রার্থনা করেন এবং খ্রীষ্টভক্তগণ তাদের নিজেদের মানত ও প্রার্থনা মায়ের কাছে নিবেদন করেন।