ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ‘নবীন প্রবীণ সকলে মিলেমিশে কাজ করলেই সমাজ সুন্দরভাবে চলবে’

‘নবীন প্রবীণ সকলে মিলেমিশে কাজ করলেই সমাজ সুন্দরভাবে চলবে’

0
1276

|| হিমেল রোজারিও||

গাজীপুরের কালীগঞ্জের মঠবাড়ী ধর্মপল্লীর পালকীয় সেবাকেন্দ্রে প্রবীণদের নিয়ে ‘ক্ষমা ও ভালোবাসা সংঘের’ উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।

১ অক্টোবর সকাল ১০টায় মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হলো: ‘টেকসই সামাজিক উন্নয়নে সকল প্রজন্মের অংশগ্রহণ।’

ক্ষমা ও ভালোবাসা সংঘের সভাপতি সলোমন হাঁসদার সভাপতিত্বে প্রবীণ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়ী সাধু আগষ্টিনের ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি।

প্রধান অতিথি ফাদার উজ্জল বলেন, ‘একটি ঘর বা বাড়ি তৈরি করতে গেলে পরিপক্ক গাছের প্রয়োজন হয়। ঠিক তেমনি একটি টেকসই সমাজ উন্নয়নের জন্য সমাজের সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ আবশ্যক, এছাড়া পূর্ণতা পাবে না। টেকসই উন্নয়নের জন্য পরিপক্কতা প্রয়োজন।’


তিনি আরো বলেন, সমাজে তরুণদের রয়েছে শক্তি, প্রবীণদের রয়েছে অভিজ্ঞতা। নবীন প্রবীণ সকলে মিলেমিশে কাজ করলেই সমাজ সুন্দরভাবে চলবে।

সভাপতি সলোমন হাঁসদা বলেন, ‘অত্র এলাকার পঞ্চাশোর্ধ্ব বয়সের মানুষের শারীরিক ও মানসিক বিনোদনের পাশাপাশি বিশেষ সময়ে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্দেশেই ‘ক্ষমা ও ভালোবাসা সংঘের’ যাত্রা শুরু হয়েছিল। বর্তমান যান্ত্রিক যুগে নতুন প্রজন্মের সাথে প্রবীণদের একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। টেকসই সমাজ ব্যবস্থা নির্মাণে সকল প্রজন্মের অংশগ্রহণ একসাথে কাজ করার কোন বিকল্প নেই।’

ক্ষমা ও ভালোবাসা সংঘ প্রতিষ্ঠা হওয়ার পর তিনবার প্রবীণদের নিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। এই সংঘ একজন দরিদ্র ও মেধাবী শিশুকে ১৫ বছর বয়স পর্যন্ত শিক্ষার খরচ বহন করবে, মৃতব্যক্তির সৎকারে অংশগ্রহণ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, অসুস্থদের বাড়ি পরিদর্শন, প্রার্থনা ও আর্থিক সাহায্য, কবর স্থানের সৌন্দর্য বর্ধনের কাজ করছে।

বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ডের সচিব এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি জ্যোতি এফ গমেজ বলেন, ‘সকল প্রজন্মের বীজতলা হচ্ছে শিশু শিক্ষা। ঠিক তেমনি একটি টেকসই সমাজ উন্নয়নের জন্য শিশুদের পরিচর্চা অপরিহার্য।’

তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষার স্তর হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং পরিবার। যে জনগোষ্ঠিতে প্রবীণ ও শিশুদের গুরুত্ব নেই সেই সমাজের ভবিষ্যৎ নেই। কারণ তিন প্রজন্মের একে অন্যের সাহায্যের প্রয়োজন রয়েছে। একা একা কেউ স্বয়ংসম্পূর্ণ নয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফাদার শীতল হিউবার্ট রোজারিও সিএসসি, ফাদার জেরী গমেজ এসজে, ঢাকা ক্রেডিটের পক্ষে মার্কেটিং ম্যানেজার সোহেল রোজারিও এবং মঠবাড়ী সমিতির কর্মকর্তাগণ।

আরো পড়ুন:

জেনিফার মনিকা হত্যা মামলার আসামী হিমেল আটক

বাউলশিল্পী সুবাসের নিখোঁজ হাওয়ায় বিক্ষোভ-মানববন্ধন বাউল সমাজের

ভেরোনিকা রোজারিওর হত্যাকান্ডের ঘটনায় বিসিএ’র নিন্দা-প্রতিবাদ

জেনিফার মনিকা হত্যা মামলার আসামী হিমেল আটক