শিরোনাম :
নব কল্লোল ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হলো সা-রা-দে
ডিসিনিউজ ।। ঢাকা
নব কল্লোল ফুটবল টুর্ণামেন্ট২০২২-২০২৩ -এর চ্যাম্পিয়ন হলো সা-রা-দে । ভূরুরিয়া প্রগতি সংঘের বিরুদ্ধে এক-শূণ্যগোলে এই জয় তুলে নেয় সা-রা-দে।
১৭ মার্চ সরকারী কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সা-রা-দে এক গোলে জয় লাভ করে।
ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ট্রেজারার রতন পিটার কোড়াইয়াসহ নব কল্লোল সংঘের উপদেষ্টাবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলার পূর্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বিশেষ অতিথি হেমন্ত কোড়াইয়া বলেন, “আপনারা এই খেলার আয়োজন করেছেন, আমরা আপনাদের সাথে আছি। আজকে সা-রা-দে জয়লাভ করেছে, তাদের অভিনন্দন জানাই। ঢাকা ক্রেডিট সবসময় যুবকদের খেলাধুলা এবং পড়ালেখায় উৎসাহিত করে।
খেলা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিগণ বিজয়ী দল সা-রা-দে এর খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।