ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক নভেম্বরে জাপান ও থাইল্যান্ডে সফর পোপ ফ্রান্সিসের

নভেম্বরে জাপান ও থাইল্যান্ডে সফর পোপ ফ্রান্সিসের

0
491

ডেস্ক রিপোর্ট:

পুণ্য পিতা পোপ ফ্রান্সিস থাইল্যান্ড ও জাপানে পালকীয় সফরে যাবেন নভেম্বরে।

থাইল্যান্ডের আর্চবিশপ পল ত্রস্যাং ইন নাম এক বিবৃতিতে জানিয়েছেন, পোপ ফ্রান্সিস শান্তির এক তীর্থযাত্রী। তিনির আন্তঃধর্মীয় সংলাপের জন্যই ২০-২৩ নভেম্বর থাইল্যান্ড সফর করবেন।

থাইল্যান্ড সফরের পরে তাঁর ২৩-২৭ নভেম্বর জাপানে সফর করার কথা রয়েছে।

 দ্বিতীয় পোপ হিসেবে পোপ ফ্রান্সিস থাইল্যান্ডে সফর করবেন। থাইল্যান্ডে ১২টি ধর্মপ্রদেশে ৬২২জন পুরোহিত ৪৩৬টি ধর্মপল্লীর ৩ লক্ষ ৮০ হাজার ক্যাথলিক রয়েছে।

পোপের জাপান সফরের সূচিতে রাজধানী টোকিয়, হিরোশিমা, নাগাসাকি ছাড়াও তিনি জাপান সম্রাট নারুহিতো এবং প্রধানমন্ত্রী শীনঝু আবের সাথে সাক্ষাৎ করবেন। সেই সাথে ৫৭ হাজার লোক ধারণক্ষমতা সম্পন্ন টোকিয় ডোম স্টেডিয়ামে জনগণের উদ্বেশ্যে পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করবেন।

জাপান ক্যাথলিক বিশপ সম্মেলনীর অধীনে রয়েছে তিনটি আর্চডাইয়োসিসসহ মোট ১৬টি ডাইয়োসিস। ধর্মপল্লীর সংখ্যা ৮৪৮টি এবং কর্মরত যাজকের সংখ্যা এক হাজার ৫৮৯জন। জাপানের মোট জনসংখ্যা ১২ কোটি ৪৮ লক্ষ যার মধ্যে চার লাখ ৫০ হাজার কাথলিক এবং পাঁচ লাখ ১০ হাজার প্রোটেস্টান্ট খ্রিস্টধর্মের অনুসারী।

আরো পড়ুন:

ভারতে নেতিবাচক সংবাদের বিরুদ্ধে ফাদার-সিস্টারদের আন্দোলন

উড়িষ্যার প্রথম খ্রিষ্টান আদিবাসী নারী পাইলট

১৩ জন নতুন কার্ডিনালের নাম ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস

কাশ্মীরে সংলাপের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পাকিস্তানি বিশপদের