শিরোনাম :
নাগপুরে মা সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণের কথা চিন্তা করেন বলেই নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন। মা শক্তিশালী হলে সন্তান ও পরিবার শক্তিশালী হবে, আর দেশ এগিয়ে যাবে’ মা সমাবেশে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
শনিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া খেলার মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে এসব কথা সব বলেন তিনি।
তারানা হালিম বলেন, তৃণমূলের জনগণই আওয়ামী লীগের প্রাণ। শত বাধা ও দুর্যোগ মোকাবেলা করে তারা দলকে ভালোবাসেন। তারাই দলকে এগিয়ে নিচ্ছেন।
ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ-সভাপতি শেখ কামাল হোসেন ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলি সাদিক প্রমুখ।