ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নাগরিতে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

নাগরিতে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

0
344
ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের ম্যানেজরার স্ট্যানিসলাউস সোহেল রোজারিও’র সঞ্চালনায় মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

ডিসিনিউজ ।। কালীগঞ্জ

নাগরিতে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার।

১৯ ফেব্রুয়ারি, সকাল ১০টায় নাগরীর সেন্ট নিকোলাস হোস্টেলের অডিটরিয়ামে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের ম্যানেজার স্ট্যানিসলাউস সোহেল রোজারিও’র সঞ্চালনায় মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

এদিন আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, সলোমন আই. রোজারিও, ক্রেডিট কমিটির সেক্রেটারি সুব্রত রিচার্ড রোজারিও, ক্রেডিট কমিটির প্রাক্তন সেক্রেটারি জনি গমেজ, নাগরি সমিতির চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের উপদেষ্টা ফিলিপ গমেজ, বীর মুক্তিযোদ্ধা সন্তুষ রড্রিক্স, ঢাকা ক্রেডিটের এডিশনাল সিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন ও নাগরী মিশন আঞ্চলিক শিক্ষা উপকমিটির সদস্য- সচিব লিটন অ্যান্টনি রোজারিওসহ ঢাকা ক্রেডিটে নতুন সদস্যপদ প্রত্যাশী অংশগ্রহণকারীবৃন্দ।

শিক্ষা সেমিনারে বক্তাগণ ঢাকা ক্রেডিটের উন্নয়নের ভূয়শী প্রশংসা করেন এবং ঢাকা ক্রেডিটের সকল প্রকার কাজের সাথে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া ঢাকা ক্রেডিটের প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আলোচনা করেন। সেই সাথে যারা নতুন সদস্যপদ গ্রহণ করবেন, তাদের একজন আদর্শ সমবায়ী হওয়ার জন্য আহ্বান জানান।