ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নাগরীতে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

নাগরীতে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

0
803

ডিসিনিউজ:
‘ক্রেডিট ইউনিয়নগুলোতে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে হবে এবং একটি অন্যটির প্রতিযোগী না হয়ে সহযোগী হতে হবে।’ বলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
তিনি আজ (১৫ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জের নাগরীতে নব জ্যোতি ভবনে ঢাকা ক্রেডিট আয়োজিত আঞ্চলিক শিক্ষা সেমিনারে কথাগুলো বলছিলেন।
তিনি শিক্ষা সেমিনারে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, ‘ক্রেডিট ইউনিয়নগুলো শুধু ঋণ দেওয়ার জন্য না। এখানে আপনারা টাকা জমাবেন। ঋণ খেলাপি হলে সামাজিকভাবে হীনমন্যতায় ভুগতে হয়।’
তিনি বলেন, ঢাকা ক্রেডিট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকে। তাই ঢাকা ক্রেডিটের সেবাগুলো গ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানাই।
শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রকল্প ও প্রডাক্ট নিয়ে আলোচনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা। তিনি বলেন, ঢাকা ক্রেডিট হতে ঋণ নিয়ে বিদেশে পড়াশোনা করার সুযোগ রয়েছে। বিদেশে পড়াশোনা করে দেশে এসে অবদান রাখাতে পারে আপনাদের সন্তানরা।

[wp1s id=”10406″]
তিনি বলেন, আমি ঋণের চেয়ে আপনাদের সঞ্চয়ের দিকে বেশি উৎসাহিত করবো। ঋণমুখী না হয়ে সঞ্চয়মুখী হওয়ার আহ্বান জানাই। ছেলে-মেয়েদের জন্য এখনই উচ্চ শিক্ষার জন্য সঞ্চয় শুরু করতে পারেন।
তিনি যোগ করে বলেন, এখন সহজে ঋণ পাওয়া যায় বলে আমরা সামাজিক, পারিবারিক অনুষ্ঠানে ঋণ নিয়ে উদযাপন করি। অসুস্থ প্রতিযোগিতায় সামাজিক অনুষ্ঠানে খরচ করার প্রবণতা বাড়ছে। সেখানে ঋণ করা টাকা খরচ করে অনেকে ঋণ খেলাপি হচ্ছেন। যা খুবই দুঃখজনক। সহজ ঋণ নেওয়া হতে বিরত থাকতে হবে।
সেক্রেটারি বলেন, আমাদের একটি শ্লোগান আছে, ‘কর্মসংস্থান আমাদের লক্ষ্য, আত্ম-নির্ভরশীল সমাজ আমাদের স্বপ্ন ’। কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস চালু করেছে। সেখাসে কম শিক্ষিত বেকারদের চাকরি হচ্ছে। এ ছাড়া তিনি ঢাকা ক্রেডিটের সমবায় বাজার, চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল, জিম, ড্রাইভিং শিক্ষাসহ প্রায় সকল প্রকল্প নিয়ে আলোচনা করেন।
সুপ্রিয়ান রোজারিও’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা ও পাপিয়া রিবেরু, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, কালীগঞ্জ উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলা রোজারিও , নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান সুমন লরেন্স রোজারিও, নাগরী ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ গমেজ, নাগরী ক্রেডিটের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রশান্ত ফ্রান্সিস রোজারিও, ঢাকা ক্রেডিটের ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল প্রকল্পের সিইও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজ, ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, সিও সুদান গাইন, জোনাস গমেজ, সুইটি সি পিউরীফিকেশন ও খোকন মার্ক কস্তাসহ নাগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুমন লরেন্স রোজারিও বলেন, ‘আমরা চাই ঢাকা ক্রেডিটের কার্যক্রম আরো মাইলফলক হয়ে থাকবে। সমবায় আন্দোলনে যদি প্রতিটি সমিতি কাজ করে যেতে পারে তাহলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। সমবায় সমিতিগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি সমবায় পুরস্কারের জুরি বোর্ডের সদস্য ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজকে ধন্যবাদ জানান।
শর্মিলা রোজারিও তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা ঢাকা ক্রেডিটকে অনেক ভালোবাসি। আজকে আমাদের উপস্থিতি সেটা প্রমাণ করেছে। ঢাকা ক্রেডিট হতে আমি সহযোগিতা পেয়েছি তাই কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
অনুষ্ঠানে এক হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।
শেষে ছিলো জলযোগের ব্যবস্থা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের ইন-চার্জ স্ট্যানিসলাস সোহেল রোজারিও।