শিরোনাম :
নাগরীতে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। নাগরী
নাগরীতে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার।
১৬ সেপ্টেম্বর, নাগরী ধর্মপল্লীর খ্রিষ্টবিশ্বাসীদের নিয়ে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
নাগরী প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি হেমন্ত গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা সেমিনারে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, নাগরী মিশনের পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার প্রদীপ লুইস রোজারিও সিএসসি, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, প্রাক্তন ম্যানেজার নিপুন সাংমা, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, নাগরী ক্রেডিটের চেয়ারম্যান ফিলিপ গমেজ, ভাইস-চেয়ারম্যান নিখিল রোজারিও, কালীগঞ্জ উপজেলার ভাইস-চেয়ারম্যান শর্মিলা রুথ রোজারিও, বীর মুক্তিযোদ্ধা সন্তুস রড্রিক্স, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, পাপিয়া রিবেরু, প্রত্যেশ রাংসা, পল্লব লিনুস ডি’রোজারিও, মনিকা গমেজ, হাউজিং সোসাইটির বোর্ড অব ডিরেক্টর প্রদীপ এ. গমেজ, নাগরী সমিতির ট্রেজারার বিদ্যুৎ ভিক্টর এসেনশন, স্থানীয় যুবনেতা জনি এস. গমেজ ও লিটন এ. রোজারিও, ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটি ও সুপারভাইজরি কমিটির সদস্যসহ আরো অনেকে।
আঞ্চলিক শিক্ষা সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটেরন ক্রেডিট কমিটির সেক্রেটারি সুব্রত রিচার্ড রোজারিও।
শিক্ষা সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ ঢাকা ক্রেডিটের কার্যক্রমের ভূঁয়শী প্রশংসা এবং ঢাকা ক্রেডিটের সাথে পথ চলে উন্নয়নে অংশিদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের উপর সার্বিক তথ্য উপস্থাপন করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। এ সময় তিনি ঢাকা ক্রেডিটের সাথে থেকে উন্নয়ন কার্যক্রম আরো এগিয়ে নিতে সকলের নিকট একাত্ম হয়ে কাজ করার আহŸান জানান।
এই দিন মুক্তালোচনায় অংশ নিয়ে নাগরীবাসী ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারনা লাভ করেন এবং ঢাকা ক্রেডিটের সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেন।