শিরোনাম :
নাগরী ক্রেডিটের ৬০ বছরের পথ চলা
ডিসিনিউজ ।। ঢাকা
নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: শুরু করলো ৬০ বছরের পথ চলা।
২৬ আগস্ট, বিকেল সাড়ে ৪টায় নাগরী মিশনের নবজ্যোতি ভবনে সমিতির চেয়ারম্যান ফিলিপ গমেজের সভাপতিত্বে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী মিশনের পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার প্রদীপ লুইস রোজারিও সিএসসি, সিস্টার ভেরোনিকা কস্তা আরএনডিএম, ব্রাদার প্লাসিড গমেজ সিএসসিসহ সমিতির প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা, উপদেষ্টা এবং সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সেক্রেটারি টুটুল রড্রিক্স।
প্রধান অতিথি ফাদার জয়ন্ত বলেন, ‘সমবায় প্রতিষ্ঠানগুলোকে সমাজের আরো অনেক দায়িত্ব গ্রহণ করতে হবে। খ্রিষ্টান এলাকাগুলোতে যেভাবে অন্যান্যদের বসতি শুরু হচ্ছে, সেই অধ্যষিত এলাকাগুলোকে সমবায় প্রতিষ্ঠানগুলোই রক্ষা করতে পারবে। আমরা সমবায় সমিতিগুলোকে সহযোগিতা করে যাব।’
অনুষ্ঠানের সভাপতি ফিলিপ বলেন, ‘৬০ বছরে এই সমিতির সম্পদ এখন ১৬২ কোটি টাকা। এই সমিতিকে এগিয়ে নেওয়ার পেছনে যাদের অবদান রয়েছে, তাদের আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা এই সমিতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, এর জন্য সকল সদস্যকে সহযোগিতা করতে হবে।’
এ ছাড়াও উপস্থিত বক্তাগণ নাগরী ক্রেডিটের বিভিন্ন কার্যক্রমে প্রশংসা করেন। সেই সাথে সমিতির স্বচ্ছতা ও উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৬২ সালে নাগরী ক্রেডিট প্রতিষ্ঠিত হয়। ৬০ বছর ধরে নাগরীবাসীর আর্থ-সামাজিক উন্নয়নের এই সমিতি কাজ করে যাচ্ছে। বর্তমানে এই সমিতির সম্পদ ১৬২ কোটি টাকা।