ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ’নাগরী ধমর্পল্লী আমাদের অহংকার’ অনলাইন গ্রুপ -এর “বৃক্ষরোপন কর্মসূচি”

’নাগরী ধমর্পল্লী আমাদের অহংকার’ অনলাইন গ্রুপ -এর “বৃক্ষরোপন কর্মসূচি”

0
394

ডিসিনিউজ।। কালীগঞ্জ
নাগরী ধমর্পল্লী আমাদের অহংকার একটি অনলাইন গ্রুপ, যা হতে নাগরী ধর্মপল্লীর চিএ তুলে ধরা হয় ও সামাজিক কাজে যুক্ত থাকে। এই অনলাইন গ্রুপ থেকে “বৃক্ষরোপন কর্মসূচি” ২০২৩ বাস্তবায়ন করা হয়। সার্বিক সহযোগিতার ছিলো নাগরী খ্রীষ্টান যুব সমিতি। ৮জুলাই ২০২৩ সকাল ১০ টায় নাগরী ধর্মপল্লীর পুরাতন গির্জার আঙ্গিনায় এই অনলাইন পরিবারের পক্ষ থেকে মোট দুইশত(২০০) পিস ভেষজ নীম গাছ ও আকাশী গাছের চারা বিতরণ করা হয়। যা নাগরী ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের উপস্থিত মোট এগারো(১১) টি সংগঠন এবং প্যারিস কাউন্সিল সদস্যদের মাঝে বিতরন করা হয়।
এই অনলাইন পরিবারের উদ্দেশ্য ছিলো পৃথিবী ও পরিবেশ রক্ষায়”বৃক্ষরোপন কর্মসূচির” মাধ্যমে প্রতিটি গ্রাম,সংগঠন গুলোকে উৎসাহিত করা। তাদের সূচনার পথ ধরে সবাই যেন “বৃক্ষরোপন কর্মসূচি” নিজ নিজ গ্রাম,সমাজ ও বাড়ীতে অব্যাহত রাখে এটাই তাদের কামনা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনলাইন পরিবারের এডমিন তুষার রোজারিও, লিনুস রোজারিও মরডারেটর প্রান্জল রোজারিও ও অর্পন ক্রুশ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাগরী ধর্মপল্লীর প্যারিস কাউন্সিল এর বর্তমান ভাইস-চেয়াম্যান অনিল ওলফ্রেড গমেজ, সেক্রেটারি অলক ছেড়াও, বিগত সময়ের ভাইস-চেয়াম্যান হেমন্ত গমেজ সহ বর্তমান সকল প্যারিস কাউন্সিল সদস্যবৃন্দ। সেই সাথে আরো উপস্থিত ছিলেন নাগরী খ্রীষ্টান যুব সমিতির বর্তমান সভাপতি, সেক্রেটারি সহ বর্তমান কার্যকরী পরিষদের সদস্যরা।
নাগরী ধর্মপল্লীর প্যারিশ কাউন্সিলের সহ সভাপতি এই উদ্যোগকে সময় উপযোগী ও বিশ্ব পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকার অংশীদার হবে বলে মন্তব্য করেন।তিনি নাগরী ধর্মপল্লীর আমাদের অহংকার অনলাইন পরিবারের এই কার্যক্রমকে সাধুবাদ জানায়।

নাগরী ধর্মপল্লী প্যারিশ কাউন্সিলের সেক্রেটারী মি:অলক ছেড়াও এই কার্যক্রমের উদ্দেশ্যেকে বাস্তবায়ন করার জন্য উপস্থিত সকলকে উৎসাহ উদ্দীপনা দান করেন।এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। এর মধ্যে যে সকল সংগঠন গুলোকে গাছ দেওয়া হয়েছে তারা ব্যাপক উদ্দিপনা নিয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করেছে।