ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

“নারী”

0
545

এলিয়াস পিন্টু কস্তা

চিরকাল অবহেলার তুমি রা‌‌ত্রি

থাক পুরুষের অর্ধাঙ্গিনি হয়ে

বাঁচার লড়াইয়ে সহ-অবস্থান

ধনে-দারিদ্রে লড়াকু সহ-যাএী।

নারী তুমি আত্নত্যাগে প্রথম

অধিকারে ও সুবিধায় শেষে

কারো মা-বোন, কারো মেয়ে

কারো প্রীয়তমা হবা বেশে।

নারী তুমি বেগম রোকেয়া

সমস্ত নারী কূলের জাগরণ

মাদার তেরেসা ত্যাগে ও সেবায়

নারী জাগরণের আর্দশে শিহরণ।

(মা ও সমস্ত নারীদের জন্য উৎসর্গ )