শিরোনাম :
নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে
ডিসিনিউজ : সারা দেশে নারী-শিশু ধর্ষণ, নির্যাতনের ঘটনা একের পর এক ঘটে চলেছে। নির্যাতক-ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে ৪ নভেম্বর, শুক্রবার সকাল সাড়ে দশটায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোপ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোপ সমাবেশের সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারন সম্পাদক শম্পা বসু এবং পরিচালনা করেন সংগঠনের সদস্য রুখসানা আফরোজ আশা। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর ঢাকা মহানগর শাখার সদস্য জুলফিকার আলী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্না, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রী কমিটির সাধারন সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স, ঢাকা নার্সিং কলেজের ছাত্রী মেরিনা আফরোজ এবং জেসমিনসহ আরো অনেকে।
সমাবেশে তারা বলেন, চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে সারাদেশে ৪৬৬ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। প্রতি সামেস গড়ে তা প্রায় ৫২ জন। এরমধ্যে মামলা হয়েছে মাত্র ২৫০ টি। আর শুধু মাত্র অক্টোবর মাসেই ১১৫ জন ধর্ষণের শিকার হয়েছে। অধিকাংশ সময় দেখা যায় অপরাধীরা অর্থ এবং ক্ষমতার দাপটে ধরাছোয়ার বাইরে থেকে যায়। ফলে যারা ক্ষমতায় রয়েছে তারা অপরাধ করতে শঙ্কবোধ করে না।
তারা আরো বলেন, দেশে একের পর এক নারী নির্যাতন হলেও তাদের শাস্তি না হওয়াতে অপরাধের মাত্রা বেড়েই চলেছে। তারা বলেন, এই বিচারহীনতার রেওয়াজই দুবৃর্ত্তদের প্রশ্রয় দেয়।
তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। অচিরেই বিচারের পদক্ষেপ নিয়ে তা দীর্ঘ মেয়াদী করতে হবে। এসময় তারা দ্রুত অপরাধীদের বিচারের আওতায় এনে আশু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়াও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ হিসেবে মাদক আমদানী, উৎপাদন, সরবরাহ বন্ধ করা, পর্ণ ওয়েবসাইট বন্ধ করা, সমান অধিকার নিশ্চিত করাসহ বেগম রোকেয়া, প্রীতিলতার মতো মহীয়সী নারীদের জীবন গাঁথা পাঠ্যপুস্তকের অন্তর্ভূক্ত করার আহ্বান জানান।
এসময় তারা নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সকলে নিকট আহ্বান জানান, যা সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে ॥
আরবি/আরএসআর
৪ নভেম্বর, ২০১৬