ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নারীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: পংকজ গিলবার্ট কস্তা

নারীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: পংকজ গিলবার্ট কস্তা

0
717

সুমন কোড়াইয়া || ঢাকা

‘নারীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে। নারীদের পক্ষে গৃহ থেকে আন্দলন শুরু করতে হবে,’ বলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।
আজ সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। প্রতিপাদ্য বিষয়: ‘সবার জন্য সমতা’। দিবসটি উপলক্ষে দি মেট্রোপলিটান খ্রীষ্টান হাউজিং সোসাইটি লি: তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও গুণী নারীদের সম্বর্ধনার আয়োজন করে। হাউজিং সোসাইটির ডিরেক্টর ও নারী কমিটির আহ্বায়ক কল্পনা মারীয়া ফলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহের আফরোজ চুমকি, এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা উল্লেখ করেন আজ যে দশজন নারীকে সম্মানিত করা হয়েছে, তাঁদের দেখে আমি আশা করি অন্য নারীরা উৎসাহিত হবে। শুধু আন্তর্জাতিক নারী দিবসে নারীদের শ্রদ্ধা না জানিয়ে আসুন সারা বছর নারীকে সম্মান করি। সরকারের নিকট অনুরোধ, নারীদের যেন আরেকটু নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন: ঢাকা ক্রেডিটের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন নারীদের নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নারীরা দেশ, সমাজ গড়তে অবদান রেখে যাচ্ছেন। নারীদের উন্নয়নে হাউজিং সোসাইটি কাজ করে যাচ্ছে। উচ্চ শিক্ষায় নারীদের ঋণ দেওয়া হয়। এছাড়া বিধবা ও অসহায় নারীদের বিনা সুদে ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি নারী-পুরুষ উভয়কে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনয় শিল্পী অপু বিশ্বাস, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, অ্যাডভোকেট ঝর্ণা গ্লোরিয়া সরকার, এমপি, কোর দি জুট ওয়ার্কসের পরিচালক বার্থা গীতি বাড়ৈ এবং ঢাকা ক্রেডিটের ডিরেক্টর ও নারী-বিষয়ক উপকমিটির আহ্বায়ক পাপিয়া রিবেরু। মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান রতন হিউবার্ট পিউরীফিকেশন, সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, হাউজিং সোসাইটির নারী কমিটির সদস্য সচিব মায়া মনিকা গাঙ্গুলী প্রমুখ।
দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও যারা নারী শিক্ষা ও অধিকার নিয়ে কাজ করছেন তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশে নারীর ক্ষমতায়ন ভালোভাবে হচ্ছে। প্রধানমন্ত্রী নারীদের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তবে এখনো নারী সমাজ নিগৃহীত। যারা নিগৃহীত তাদের পক্ষে কাজ করতে হবে।
তিনি পুরুষদের উদ্দেশে বলেন, পুরুষ ভাইদের বলবো নারীদের সম্মান করতে। তাদের মতামতকে গুরুত্ব দিতে। তাহলে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা হবে।
অ্যাডভোকেট ঝর্ণা গ্লোরিয়া সরকার, এমপি মন্তব্য করে বলেন, কিছু পুরুষের জন্য নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। তাই পরিবারে সন্তানদের সঠিক শিক্ষা দিতে হবে, তারা যেন নারীদের অসম্মান না করে। নারীরা সংসারের জন্য ত্যাগস্বীকার করে, পুরুষকেও ত্যাগস্বীকার করার মন-মানসিকতা থাকতে হবে।
বিশিষ্ট অভিনয় শিল্পী অপু বিশ্বাস নারীদের উদ্দেশে বলেন, যারা ডিভোর্সী তারা নিজেরা একা ভাববেন না। নতুন উদ্যোমে সামনের দিকে এগিয়ে যাবেন। সকল বাধা অতিক্রম করেই জীবনে সম্মানের সাথে বাঁচতে হবে। এটাই হোক নারী দিবসের শক্তি।
‘আমরা পুরুষের সমান থাকতে চাই। কাঁধে কাঁধ রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। নারী-পুরুষ পাশাপাশি থাকলে দেশে উন্নয়ন, শান্তি অব্যহত থাকবে,’ বলেন কোর দি জুট ওয়ার্কসের পরিচালক বার্থা গীতি বাড়ৈ।
নারী দিবসে দশজন নারীকে সম্মাননা দেয় হাউজিং সোসাইটি। তাঁরা হলেন শিক্ষাক্ষেত্রে স্বর্গীয় আন্না কোড়াইয়া, সমাজসেবায় ফিলোমিনা অরুণা গোমেজ, শিক্ষকতায় মিসেস সিনথিয়া মধু, মুক্তিযোদ্ধা ও নারী নেতৃত্বে ডা. নেলী সাহা, ব্রতধারিণী সিস্টার লিপি গ্লোরিয়া, স্বাস্থ্যসেবায় তেরেজা রোজারিও, চিকিৎসায় ডা. ইভা রড্রিক্স, নৃত্যে প্রিয়াংকা র‌্যাচেল প্যারিস, হস্তশিল্পে ম্যাºেলিনা ফলিয়া ও আইনপেশা সেবায় অ্যাডভোকেট রেবেকা পলিনা গমেজ।
হাউজিং সোসাইটির ডিরেক্টর ও নারী কমিটির আহ্বায়ক কল্পনা মারীয়া ফলিয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বর্তমান বোর্ডে হাউজিং সোসাইটিতে চারজন নারী নেত্বত্ব দিচ্ছেন। নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে। তবে সমাজে নারীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পালটায়নি। আমি আশা করি, নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টি হবে সকলের।’
হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান রতন হিউবার্ট পিউরীফিকেশন নারী দিবসে অংশগ্রহণকারীদে ধন্যবাদ জানান।
পরিশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।