ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নার্সিং ভর্তি পরীক্ষা : ২৭ অক্টোবর থেকে আবেদন শুরু

নার্সিং ভর্তি পরীক্ষা : ২৭ অক্টোবর থেকে আবেদন শুরু

0
1087

এমবিবিএস কোর্সের মতো দেশে প্রথমবারের মতো সরকারি-বেসরকারি পর্যায়ে সব নার্সিং কোর্সে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে ওইদিন সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা হবে। বিএসসি নার্সিং, ডিপ্লোমা-ইন-নার্সিং, সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারি কোর্সের এ ভর্তি পরীক্ষা হবে একযোগে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২২ অক্টোবর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতর, ঢাকার মহাপরিচালক তন্দ্রা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছুদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়।

ভর্তির আবেদনের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি (২০১৮-২০১৯) শিক্ষাবর্ষে সরকারি ৩৮টি মিডওয়াইফার ইনস্টিটিউট, ৪৩টি নার্সিং ইনস্টিটিউট ও ১১টি নার্সিং কলেজ এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত ও নিবন্ধনকৃত বেসরকারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের কাছ থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

আগামী ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে টাকা জমা দেয়া যাবে ১৮ থেকে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ ১৮ থেকে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটি পর্যন্ত।

বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম বলেন, এই প্রথম দেশের সব সরকারি-বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে এমবিবিএসের মতো একইদিনে একযোগে সব নার্সিং কোর্সের ভর্তি পরীক্ষা হবে। সরকারি-বেসরকারি উভয় নার্সিং প্রতিষ্ঠানে যেন মেধাবীরা ভর্তির সুযোগ পান সে লক্ষ্যেই একইদিনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। (যমুনা নিউজ)