শিরোনাম :
না ফেরার দেশে চলে গেলেন ঢাকা ক্রেডিটের উপদেষ্টা প্রত্যুশ মন্ডল
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর উপদেষ্টা প্রত্যুশ মন্ডল অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মন্ডল, ৬৮ তার বাসভন মিরপুরে অসুস্থ হয়ে পড়ছে তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় এবং ১২ জুন, ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে ঢাকা ক্রেডিটের প্রেডিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারী মাইকেল জন গমেজসহ পরিচালনা পরিষদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে প্রত্যুশ মন্ডল স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১২ জুন, তার মৃতদেহ গ্রামের বাড়ী মেহেরপুর জেলাধীন মুজিবনগর থানার রতনপুর গ্রামে নিয়ে যাওয়া হবে এবং আগমীকাল ১৩ জুন, নিজ গ্রামের চার্চের কবরস্থানে সমাহিত করা হবে।
ব্যক্তিগত জীবনের প্রত্যুশ মন্ডল ছিলেন একজন শিক্ষক এবং সববায় অঙ্গণে তার পদচারণা ছিল চোখে পড়ার মত।