ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ০৮ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ না ফেরার দেশে চলে গেলেন দিলীপ হিউবার্ট গমেজ

না ফেরার দেশে চলে গেলেন দিলীপ হিউবার্ট গমেজ

0
432

ঢাকা ক্রেডিটের সদস্য তথা নটর ডেম কলেজের প্রাক্তন অফিস কো-অর্ডিনেটর দিলীপ হিউবার্ট গমেজ (৫৪) চলে গেলেন না ফেরার দেশে।

১১ জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে চারটায় কালীগঞ্জের ভাসানিয়া গ্রামে আত্মীয়ের বাসায় দাওয়াতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

দিলীপ গমেজ ১৯৬৫ সালে ময়মনসিংহ মুক্তাগাছা থানার নালিখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৩২ বছর ঢাকার নটর ডেম কলেজে কর্মরত ছিলেন। কলেজ থেকে অবসর গ্রহণ করে নিজের প্রতিষ্ঠিত সেঞ্চুরী রেস্টুরেন্টে কাজ করতেন। তিনি ঢাকার ফার্মগেট পূর্ব তেজতুরীবাজারে ভাড়া বাসায় থাকতেন।

খ্রিষ্টান সমাজে তিনি ছিলেন একজন আদর্শ ব্যক্তিত্ব। তিনি সমাজের সকল শ্রেণির মানুষের সাথে সখ্যতা বজায় রেখে সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন।

১২ জানুয়ারি শনিবার বিকেল তিনটায় তেজগাঁও গির্জায় শেষ কৃত্যের খ্রিষ্টযাগ অনুুুুষ্ঠিত হয়। তেজগাঁও ধর্মপল্লীর খ্রিষ্টযাগে ফাদার-সিস্টারসহ তার আত্মীয়-স্বজন, সহকর্মী ও পরিচিত জনেরা উপস্থিত ছিলেন। খ্রিষ্টযাগের পর হাজারো মানুষ ভিড় জমায় তাকে একবার দেখার জন্য। ঢাকা ক্রেডিটের কর্মকর্তা-কর্মীদের পক্ষে সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ এবং সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিলীপ হিউবার্ট গমেজ ঢাকা ক্রেডিটের জেনারেল মেনটেনেন্স সার্ভিস বিভাগের কর্মী শেখর গমেজের একমাত্র মেয়ের জামাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।

আগামিকাল ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ ধর্মপ্রদেশের তার নিজ ধর্মপল্লী পীরগাছায় শেষ কৃত্যের খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে এবং ওই ধর্মপল্লীতেই তাকে সমাধি দেওয়া হবে।

এইচআর/আরপি/আরআর/১২/০১/২০১৯