ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট না ফেরার দেশে সারা গমেজ

না ফেরার দেশে সারা গমেজ

0
1595

ডিসিনিউজ ।। ঢাকা

পরম পিতার ডাকে না ফেরার দেশে চলে গেলেন ডিসি সমবায় বাজারের কর্মী জন ক্লাইভের মা ও ঢাকা ক্রেডিটের বর্ষীয়ান সদস্য সারা গমেজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

৩১ আগস্ট, সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব রাজাবাজার নিজ বাসভবনে তিনি বার্ধক্যজনিত কারণে প্রাণত্যাগ করেন। তিনি বরিশাল জেলার বাখরগঞ্জ থানার পাদ্রীশিবপুর ধর্মপল্লীর বাসিন্দা ছিলেন। ১ অক্টোবর ১৯৫১ সালে তার জন্ম।

সারা গমেজের মৃত্যুতে ঢাকা ক্রেডিটের পক্ষে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া। কর্মীদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও। তাঁরা পরলোগত সারা গমেজের আত্মার চিরশান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

১ সেপ্টেম্বর সকাল ১১টায় তেজগাঁও চার্চে শেষকৃত্যানুষ্ঠানের খ্রিষ্টযাগের পর উক্ত চার্চের কবরাস্থানেই সমাধিস্থ করা হয়। শেষকৃত্যের খ্রিষ্টযাগ উৎসর্গ করেন তেজগাঁও চার্চের সহকারী পাল-পুরোহিত রিপন গমেজ।

শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, সিও খোকন মার্ক কস্তা, সেক্রেটারিয়েট ইনচার্জ তপন রোজারিওসহ আরো অনেকে। এ দিন তারা সারা গমেজের কবরে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান।

মৃত্যুকালে সারা গমেজ চার সন্তান ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে যান।