ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ফিচার নিউজিল্যান্ড সড়ক যান চলাচলের অযোগ্য: খাগড়াছড়ি

নিউজিল্যান্ড সড়ক যান চলাচলের অযোগ্য: খাগড়াছড়ি

0
801

খাগড়াছড়ির নিউজিল্যান্ড সড়কটির যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যত্রতত্র ভাঙ্গার কারণে ঘটছে দুর্ঘটনা।

সেই সাথে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। খাগড়াছড়ি পৌর শহর থেকে দেড় কিলোমিটার পূর্বে পানখাইয়া পাড়া আর আপার পেরাছড়া গ্রামের মাঝখানের রাস্তাটার নাম হলো নিউজিল্যান্ড সড়ক।

প্রতিনিয়ত অতিরিক্ত বালি, ইট, কংক্রীট ও মাটি বোঝাই ট্রাক্টর চলাচলের কারনে রাস্তার ঢালাই উঠে বেহাল দশায় সড়কটি।ফলে সাধারণের জন্য ব্যাটারী চালিত টমটম, মোটর সাইকেল, রিক্সার মতো কোনো যানবাহন চলাচল করতেও নারাজ।সড়কটির বেহাল দশার প্রভাব পড়ছে পর্যটকদের উপরও। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে খাগড়াছড়িতে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ভীর করে। কিন্তু যাতায়াত ব্যবস্থার কারণে দিন দিন এর সংখ্যা কমে আসছে।

খাগড়াছড়ি শহরের একমাত্র সমতল ভূমি হলো এই নিউজিল্যান্ড। সবুজ ধানক্ষেত এবং পাহাড়ে পরিবেষ্টিত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় নজরকাড়া। পাহাড়ি এলাকায় খাগড়াছড়ির সবুজ এই সমভূমিকে তার নান্দনিক সৌন্দর্যের কারণে এমনতর নামকরণ করা হয়েছে। এর মাঝখান দিয়ে চলে যাওয়া রাস্তাটির নাম নিউজিল্যান্ড সড়ক।

নিউজিল্যান্ডপাড়ার বসবাসরত রেভা. পিটার এ খালেক ডিসিনিউজকে জানান বলেন, ‘এই সড়কটি ভেঙে নষ্ট হওয়ার কারনে কোথায়ও যাতায়াতে সমস্যা হয়। কোনো যানবাহন এই সড়কটিতে চলতে চায় না।’

খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য কর্মকর্তা রত্ন জ্যোতি চাকমা বলেন, ‘এই সড়কটি যানবাহন চলাচলে অযোগ্য হওয়াতে স্কুলে-কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের এবং বিভিন্ন অফিসে কর্মরত চাকুরীজীবিদের যথাসময়ে পৌঁছাতে সমস্যা হচ্ছে। এ ছাড়াও এই সড়কে অনেকে শারীরিক ব্যয়ামও করেন। রাস্তায় কংক্রীট উঠে যাওয়ায়, ধুলাবালির সৃষ্টি হয়, ফলে স্বাস্থ্য খুঁকিও বাড়ছে।’

আপার পেরাছড়া গ্রামের এনজিও কর্মী সলিতা চাকমা বলেন, ‘এই রাস্তা দিয়ে আপার পেরাছড়া, কমলছড়ি, ভূয়াছড়ি, বেতছড়ি, জামতলী পাড়া, আনন্দনগর, পানখাইয়াপাড়া, মধুপুর, মিলনপুর, কল্যাণপুর গ্রামের লোকজন যাতায়াত করে। এ ছাড়াও বিভিন্ন জরুরী প্রয়োজনে, সরকারী হাসপাতালে, আদিবাসীদের মধুপুর বাজার ও পুলিশ স্টেশনে যেতে চাইলে অন্যরাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে এবং টাকা-পয়সাও অতিরিক্ত হয়।”

খাগড়াছড়ি পৌর সভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদ ডিসিনিউজকে বলেন, ‘নিউজিল্যান্ড সড়কটি মেরামত ও সংস্কার করার জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রজেক্ট সাবমিট করা হয়েছে। অনুমোদন হয়ে আসলে পানখাইয়াপাড়া থেকে আপার পেরাছড়া পর্যন্ত সড়কটি আগামী কয়েক মাসের মধ্যে মেরামত করা হবে।’

স্থানীয় আদিবাসীদের তথ্যমতে, জানুয়ারি ২০১৭ সালে ১৫ সদস্যের একটি যুবক-যুবতী দল গণস্বাক্ষর নেওয়া শুরু করেছিল এই সড়কটির দুপাশের সবুজ ফসলের মাঠ, সূর্যাস্ত এবং অপূর্ব সবুজ সৌন্দর্যের জন্য যেন নিউজিল্যান্ড সসড়টিকে পার্ক হিসাবে ঘোষণা করা হয়।

ডিসিনিউজ/আরবি.এনপিসি. ৬ নভেম্বর ২০১৮