ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নিখোঁজের ৪২ দিন পর বাড়ির পাশে ডোবায় পাওয়া গেল খ্রিষ্টান বৃদ্ধের লাশ

নিখোঁজের ৪২ দিন পর বাড়ির পাশে ডোবায় পাওয়া গেল খ্রিষ্টান বৃদ্ধের লাশ

0
1403

ডিসি নিউজ || নিখোঁজের ৪২ দিন পর বাড়ির পাশে ডোবায় পাওয়া গেল খ্রিষ্টান বৃদ্ধের লাশ
গাজীপুর
নিখোঁজের ৪২ দিন পর বাড়ির পাশে ডোবায় পাওয়া গেল খ্রিষ্টান বৃদ্ধের গলিত লাশ।
ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালীগঞ্জের রাঙ্গামাটিয়া ধর্মল্লীর বড় সাতানি গ্রামে। বৃদ্ধের নাম দীপক স্ট্যানলি গমেজ। বয়স ৬৫।
তাঁর স্ত্রী আলপনা সিসিলিয়া গমেজ আজ ডিসিনিউজকে জানান, ২১ ফেব্রুয়ারি তাঁর স্বামি, বাড়ি থেকে নিখোঁজ হন। এর পর থেকে তাঁকে অনেক খোঁজা হয় কিন্তু পাওয়া যায়নি। মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন দীপক। তবে তিনি সাঁতার পারতেন। গতকাল দুপুর তিনটার সময় বাড়ির পাশে একটি ডোবার কচুরিপানা পরিষ্কার করার সময় দীপকের গলিত লাশ পাওয়া যায়।
পরিবারের সদস্যরা দীপক স্ট্যানলি গমেজ কী কারণে মারা গেছেন তা বলতে পারছেন না। তারা দীপক নিখোঁজের দুইদিন পর কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
রাঙ্গামাটিয়া ধর্মল্লীর পাল-পুরোহিত খোকন ভিনসেন্ট গমেজ ডিসিনিউজকে বলেন, ‘দীপক স্ট্যানলি গমেজ নিখোঁজ হওয়ার পর আমরা গির্জায় ঘোষণা দিয়েছিলাম। তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। আমরা আজ তার লাশ দাফন করেছি।’
পুলিশ জানিয়েছে, দীপক স্ট্যানলি গমেজের লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের স্বজনরা আশা করছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তাঁরা হয়ত মৃত্যুর কোনো কারণ জানতে পারবেন।

আরো পড়ুন:

ঢাকা ক্রেডিটে ৫-৮ এপ্রিল জরুরী প্রয়োজনে টাকা উত্তোলন করা যাবে