শিরোনাম :
নিখোঁজ মনিপুড়ীপাড়ার লিনা লেটিসিয়া বিশ্বাস
ডিসিনিউজ, ঢাকা:
ঢাকার মনিপুড়ীপাড়ার লিনা লেটিসিয়া বিশ্বাস (৪৯) সোমবার ৩০ মার্চ সকাল সাতটা থেকে নিখোঁজ রয়েছেন। তিনি বেনেডিক্ট বিমান বিশ্বাস ও মিনা পাত্রিসিয়া বিশ্বাসের কনিষ্ট সন্তান।
তাঁর ভাই জন পার্থ প্রতীম বিশ্বাস আজ ডিসিনিউজকে বলেন, ‘দেশব্যাপী চলছ অবরুদ্ধ। অফিসে যেতে হয় না। আমরা সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাদের বাবা বেনেডিক্ট বিমান বিশ্বাস আমাদের চেয়ে আগে ঘুম থেকে উঠে খেয়াল করলেন লিনা ঘরে নেই।’
দুই ভাই দুই বোনের সবার ছোট চির কুমারী লিনা জন্ম থেকেই মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক।
জন পার্থ প্রতীম বিশ্বাস আরো বলেন, ‘লিনা আমাদের ঘরের সব কাজে সাহায্য করতেন। নিয়মিত বাসার অদূরে অবস্থিত সালেসিয়ান সিস্টারদের বাড়িতে ভোর মিশায় অংশ নিতেন। তিনি তেজগাঁও গির্জায়ও একা যাওয়া-আসা করতেন। তবে ঢাকার রাস্তাঘাট তিনি চিনেন না। আমরা তাঁকে গতকাল অনেক জায়গায় খোঁজেছি, কিন্তু পাইনি।’
আমাদের বোনের নিখোঁজের ঘটনায় আমার বৃদ্ধ বাবা-মা ও আমরা খুব চিন্তিত, বলেন জন।
জন জানান, গতকাল রাতে কোথাও খোঁজে না পেয়ে তারা তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর: ১৪৮২।
তাদের বাবার বাড়ি বরিশালে। বর্তমানে তাদের স্থায়ী নিবাস গাজীপুরের কালিগঞ্জর বান্দাখোলা গ্রামে।
জন অনুরোধ করেছেন, কেউ তাঁর বোনের কোনো খোঁজ পেলে নিচে দেওয়া মোবাইল নম্বরে ফোন করে জানাতে: ০১৭১৮৪৭৯৫০৯, ০১৮১৭০৯০২৫২
আরো পড়ুন:
মারা গেছেন লক্ষ্মীবাজারের দিপালী স্টলাসটিকা গমেজ
করোনাভাইরাস রোধে দেশের সরকারের নির্দেশনা মানার আহ্বান কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর