শিরোনাম :
নিখোঁজ লিনা লেটিসিয়া বিশ্বাসকে পাওয়া গেছে
ডিসিনিউজ || ঢাকা
ঢাকার মনিপুড়ীপাড়ার নিখোঁজ লিনা লেটিসিয়া বিশ্বাসকে (৪৯) শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে আটায় নারায়ণগঞ্জের রূপসী বাস স্ট্যান্ড থেকে পাওয়া গেছে।
লিনার ভাই জন প্রার্থ প্রতীম বিশ্বাস ডিসিনিউজকে বলেন, ‘নারায়ণগঞ্জের রূপপুর থানা থেকে তেজগাঁও থানায় আমার বোনের বিষয়ে সন্ধ্যায় জানায়। মোবাইল নম্বর দেয়। তিনি একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। আমরা সেই মোবাইলে ফোন দিয়ে লিনার সাথে কথা বলি। তারপর তার নিকট যাই।’
জন জানান, তাঁর বোনের শরীরে পড়ে যাওয়ার দাগ আছে। এ ছাড়া অনেক হাঁটার কারণে তাঁর বোনের পা ফুলে গেছে। তিনি স্যান্ডেল পরতে পারছেন না। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লিনা লেটিসিয়া বিশ্বাস ৩০ মার্চ সকাল সাতটা থেকে নিখোঁজ ছিলেন। তিনি বেনেডিক্ট বিমান বিশ্বাস ও মিনা পাত্রিসিয়া বিশ্বাসের কনিষ্ট সন্তান।
আরো পড়ুন:
ঢাকা ক্রেডিটে ৫-৮ এপ্রিল জরুরী প্রয়োজনে টাকা উত্তোলন করা যাবে