ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নিখোঁজের পাঁচ দিন পরেও খোঁজ মিলেনি রক্সি বাবু রোজারিও’র

নিখোঁজের পাঁচ দিন পরেও খোঁজ মিলেনি রক্সি বাবু রোজারিও’র

0
680

ডিসিনিউজ

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পরেও সন্ধান মেলেনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের রক্সি বাবু রোজারিও’র।

১০ জুলাই, ৪৩ বছর-বয়স্ক রোজারিও দড়িপাড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পরে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ রোজারিও-এর বাবা মুকুল রোজারিও ঐদিনই কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে। সাধরণ ডায়েরী থেকে জানা যায়, ১০ জুলাই নিখোঁজ হওয়ার পরে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের বাবা মুকুল রোজারিও ডিসিনিউজকে বলেন, “একটি মোবাইল নম্বর থেকে আমার ছেলের নম্বরে ফোন আসে এবং সে বাজারের দিকে যায়, এর পরে থেকেই রক্সি বাবু রোজারিওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।”

পরিবারের পক্ষ থেকে সন্দেহভাজন একজনের নামে মামলা করতে গেলেও থানায় মামলা নেয়া হয়নি বরং কোর্টে গিয়ে মামলা করার কথা বলে কালিগঞ্জ থানার পুলিশ।

নিখোঁজের বাবা জানান, নিখোঁজের পরে দুই দফায় পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপন দাবি করে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি।