শিরোনাম :
নৃত্যশিল্পী শিপ্রা প্যারিসের স্মরণ সভা ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাংস্কৃতিক শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ডিসিনিউজ ।। ঢাকা
অনুষ্ঠিত হলো নৃত্যশিল্পী শিপ্রা প্যারিসের স্মরণ সভা। সেই সাথে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাংস্কৃতিক শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
৭ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাংস্কৃতিক শাখা এই স্মরণ সভার আয়োজন করে। এরপরই সাংস্কৃতিক শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
খ্রিষ্টফার পল্লব গমেজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক আগস্টিন বুলবুল রিবেরু, সঙ্গীতশিল্পী অনিমা মুক্তি গমেজসহ শিপ্রা প্যারিসের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে শিপ্রা প্যারিসের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত অতিথিবৃন্দরা। তারা শিপ্রা প্যারিসের কর্মময় জীবন নিয়ে প্রশংসা এবং সকলে যেন শিপ্রা প্যারিসের মতো নিজের জীবনে প্রস্ফ‚টিত হতে পারেন সেই কামনা করেন। তারা এ সময় শিপ্রা প্যারিসের বিদেহী আত্মার চিরকল্যাণ কামনা এবং পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাংস্কৃতিক শাখার সদস্য রোজমেরী করবী জয়ধর।
এ দিন অনুষ্ঠান শেষে এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও সাংস্কৃতিক শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
শেষে কমিটির সদস্যদের এসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।