শিরোনাম :
নেদারল্যান্ডসে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন
নেদারল্যান্ডসের হেগ শহরের সাউদিয়া পার্কে বাংলাদেশের ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) শহীদ মিনার স্থাপনে প্রায় দশ কাঠা আয়তনের জায়গা বরাদ্দ করেছে স্থানীয় মিউনিসিপ্যালিটি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালে স্থায়ীভাবে নির্মাণ হবে এ শহীদ মিনার। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের নকশায় নির্মিত হবে হেগ শহরের শহীদ মিনারটি।
২০১১ সালে মনোয়ার মোহাম্মদ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির স্বাক্ষরসহ প্রথম আবেদনপত্র পাঠান হেগের মেয়র জে জে ভ্যান আর্টসেনের কাছে। এরপর বাংলাদেশ দূতাবাস এবং রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল কাজটি এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত গত বছরের এপ্রিল মাসে চূড়ান্তভাবে শহীদ মিনার নির্মাণের অনুমোদন দেওয়া হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেদারল্যান্ডসের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাঙালিরা উপস্থিত হন।
অনুষ্ঠানে শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন- মনোয়ার মোহাম্মদ, মুরাদ খান, শাহ আলম মতিন, এমদাদ হেসেন, নজরুল ইসলাম মিন্টু, মো. কাসেম, মো. ইমরান, মোস্তফা জামান, বাবুল বিকাশ রায়, কামাল উদ্দিন, জয়নাল আবেদিন, লিটন, রানা খান, শেখ লতিফ, অভি, নজরুল ইসলাম, জনি, বুলবুল, শামীম পাটোয়ারী প্রমুখ।
আরবি.আরপি. ২২ ফেব্রুয়ারি, ২০১৮