ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ন্যায্য বিচারের দাবিতে ঢাকার রাজপথে আবারো শিক্ষার্থীদের অবস্থান

ন্যায্য বিচারের দাবিতে ঢাকার রাজপথে আবারো শিক্ষার্থীদের অবস্থান

0
476

বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে গত তিনদিন ধরে রাজধানীর কয়েকটি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা।

ঢাকায় আজ (বুধবার, ১ আগস্ট) সকাল ৯টায় আবারো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। ফার্মগেট এয়ারপোর্ট রোডে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। ফলে ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছে না।

শিক্ষার্থীদের দাবি: ‘আমরা এর ন্যায্য বিচার চাই। আমরা নিরাপদ সড়ক চাই। যে চালক শিক্ষার্থী দিয়া এবং করিমকে হত্যা করেছে, তার ফাঁসি চাই। পরিবহনমন্ত্রীর পদত্যাগ চাই।’

ফার্মগেট পুলিশ বক্স ও অঅলরাজী হাসপাতালের মাছখানে পুলিশের সামনেই এ্যম্বুলেন্স ব্যাতিত পাবলিক বাস, পিক-আপ থামিয়ে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চাচ্ছে।

তবে এখানে পুলিশের নিরব ভূমিকা পালন করতে দেখা গেছে। এখানে পুলিশ পরিবেশ নিয়ন্ত্রণ করতে অবস্থান নিলেও কোনো ছাত্র আহত হয়নি। কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীগণ শাহবাগের দিকে এগুতে থাকলে পুলিশ তাদের অনুসরণ করে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে আবদুল্লাহপুর থেকে মিরপুর হয়ে মোহাম্মদপুর চলাচলকারী জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একই কলেজের ছাত্রী দিয়া খানম নিহত হয়। গুরুতর আহত নয় জন শিক্ষার্থীকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এইচআর/আরপি/আরবি/ ১ আগস্ট ২০১৮