ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ন্যায্য সমাজ গঠনের বিকাশে যুবাদের নিয়ে সম্মেলন

ন্যায্য সমাজ গঠনের বিকাশে যুবাদের নিয়ে সম্মেলন

0
281

মৌলভীবাজারের শ্রীমঙ্গল কাথলিক মিশন প্রাঙ্গনে আজ ৩১ অক্টোবর (বুধবার) অর্ধবেলা ন্যায় ও শান্তি কমিশনের (সিলেট ধর্মপ্রদেশ) আয়োজনে ন্যায্য সমাজ গঠনে খ্রীষ্ঠিয় নেতৃত্বের বিকাশ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল-পুরোহিত নিকোলাস বাড়ৈ সিএসসি’র সভাপতিত্বে সৃষ্ঠিকর্তার নামে ছোট একটি প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়।

ন্যায্যতা ও শান্তি পরিস্হিতি নিয়ে ফাদার যোসেফ গমেজ বলেন আমি স্বপ্ন দেখি হয়ত কোন একদিন ক্যাথলিক ধর্মের মাঝে নারী ধর্মযাজক হবে। তাই তিনি আহব্বান রাখেন পুঞ্জি গুলোতে এখন নারীরা আরো বেশি সচেতন তাই নেতৃত্বে নারীদেরও রংবাবালাং(খাসিয়া মাতব্বর) হতে হবে।

কর্মশালাই উপস্হিত ছিলেন ফাদার যোসেফ গমেজ, ফাদার নিকোলাস বাড়ৈ, ন্যায় ও কমিশনের সদস্য মিস.ফ্লোরা বাবলী তালাং, সেক্রেটারী, ন্যায় ও শান্তি কমিশন মি.বনিফাস খংলা, এ্যাডভোকেট ও আইন উপদেষ্টা সুবিমল লংডকিরি ও বিভিন্ন পুঞ্জির রংবাবালাং এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষাথী যুবারা অংশ নেয়।

ডিসিনিউজ/আরবি.এসপি. ৩১ অক্টোবর ২০১৮