ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ভিনসেন্ট জর্জ’র সংবর্ধনানুষ্ঠান

ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ভিনসেন্ট জর্জ’র সংবর্ধনানুষ্ঠান

0
148

ডিসিনিউজ ।। সাভার

ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক এ্যালায়েন্স অব ওয়াইএমসিএস’র ভাইস-প্রেসিডেন্ট ভিনসেন্ট জর্জ’কে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ন্যাশনাল ওয়াইএমসিএ।

২৭ অক্টোবর, সাভার ওয়াইএমসিএ ট্রেনিং সেন্টার এন্ড গেস্ট হাউজে ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ভিনসেন্ট জর্জ’র উদ্দেশে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাশনাল ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট জনি হিউবার্ট রোজারিও। অনুষ্ঠানে ভিনসেন্ট জর্জ’কে ফুলের উষ্ণ অভিনন্দন জানিয়ে উত্তরীয় পড়িয়ে দেন বাংলাদেশ ন্যাশনাল ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট।

এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, বরিশালের বিশপ ইন্মানুয়েল কানন রোজারিও, এশিয়া প্যাসিফিক এ্যালায়েন্স অব ওয়াইএমসিএস’র প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের প্রেসিডেন্ট খ্রিষ্টফার অধিকারী, মাদ্রাজ ওয়াইএমসিএ’র সাধারণ সম্পাদক পি. আশির পান্ডিয়ান, মাদ্রাজ ওয়াইএমসিএ’র বোর্ড ডিরেক্টর গিডিয়ন টাংআরাজ প্রমুখ।

এ সময় বক্তারা ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক এ্যালায়েন্স অব ওয়াইএমসিএস’র ভাইস-প্রেসিডেন্ট ভিনসেন্ট জর্জ’কে শুভেচ্ছা জানান এবং বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক এ্যালায়েন্স অব ওয়াইএমসিএস’র ভাইস-প্রেসিডেন্ট ভিনসেন্ট জর্জ বাংলাদেশের আতিথেয়তায় কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশের ওয়াইএমসিএ’র কার্যক্রমের প্রশংসা করেন। সেই সাথে বাংলাদেশ ওয়াইএমসিএ’র সাথে বিভিন্ন ইস্যুতে অংশিদারি হয়ে কাজ করারও আশাবাদ ব্যক্ত করেন।

এ দিন আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি জন মাইকেল গমেজ, ন্যাশনাল ওয়াইএমসিএ’র সেক্রেটারি জেনারেল নিপুন সাংমা, সাভার ওয়াইএমসিএ’র বোর্ড অব ডিরেক্টর ও ঢাকা ক্রেডিটের মহিলা বিষয়ক উপ-কমিটির কো-কনভেনর মার্সিয়া মিলি গমেজ, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিওসহ ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটি ও সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দসহ, ন্যাশনাল ও আঞ্চলিক ওয়াইএমসিএ’র প্রতিনিধিবৃন্দ।

এ দিন অনুষ্ঠানের প্রারম্ভিক প্রার্থনা করেন সিসিডিবি’র চেয়ারম্যান রেভা: ডেভিড অনিল হালদার, প্রার্থনা পরিচালনা করেন হীড বাংলাদেশের চেয়ারম্যান বাইরন এ. বনিক এবং শেষ প্রার্থনা করেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক পাস্টর আনোয়ার হোসেন।