ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট পংকজ গিলবার্ট কস্তা আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত

পংকজ গিলবার্ট কস্তা আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত

0
610

ডিসিনিউজ ।। ঢাকা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।

১২ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পংকজ গিলবার্ট কস্তাকে উক্ত পদ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন খ্রিষ্টান সমাজের নেতৃবৃন্দ। সেই সাথে নতুন পদ পাওয়ার জন্য পংকজ গিলবার্টকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় নেতৃবৃন্দ। ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে নেতৃবৃন্দরা দফায় দফায় এসে ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন পদ পাওয়ায় আনন্দ প্রকাশসহ তাঁর দীর্ঘায়ু কামনা করেন। এ দিন শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ।

পংকজ গিলবার্ট কস্তা গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তুমিলিয়ার সন্তান। তিনি স্থানীয় সমবায় সমিতিসহ দেশসেরা সমিতি ঢাকা ক্রেডিটের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পর্যায়ক্রমে ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর, সেক্রেটারি এবং বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সংঘ-সমিতির সাথে সম্পৃক্ত থেকে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।