ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পপি ত্রিপুরাকে হত্যার দায়ে গ্রেফতারকৃত আসামীর সর্বোচ্চ শাস্তি দাবি

পপি ত্রিপুরাকে হত্যার দায়ে গ্রেফতারকৃত আসামীর সর্বোচ্চ শাস্তি দাবি

0
2107

ডিসি নিউজ:
আজ জাতীয় প্রেস ক্লাবে পপি ত্রিপুরাকে প্রাইভেটকার চাপিয়ে হত্যার দায়ে গ্রেফতারকৃত আসামীর সর্বোচ্চ শাস্তি দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে বেশ কয়েকটি সংগঠন।
ত্রিপুরা যুব নেতা জন বাহাদুর ত্রিপুরার আহ্বানে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, আদিবাসী ফোরামের সেক্রেটারি সঞ্জিব দ্রং, ঢাকা বিশ^ বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নির্মল রোজারিও বলেন, দেশে কেউ নির্যাতনের শিকার হলে যেখানে প্রশাসনের উচিত তাদের এসে পাশে দাঁড়ানো, সেখানে দোষীদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে প্রশাসনকে। পপির হত্যাকান্ডের জন্য যে ড্রাইাভার দায়ি তাকে শাস্তির আওতায় আনতে হবে, নয়ত দেশে সড়ক দুর্ঘটা বন্ধ হবে না।
তিনি আরো বলেন, আমি দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করি যেন পপির মতো আর কেউ অকালে প্রাণ না হারায়।
রোবায়েত ফেরদৌস বলেন, প্রতি বছর সড়কে দশ হাজার মানুষের প্রাণ যায়। পপির মৃত্যু কোন দুর্ঘটনা নয়, চালক ইচ্ছা করে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। এটা একটা হত্যাকান্ড। এই হত্যাকান্ডের বিচার দাবি করি। সাথে নিহতের পরিবারকে এক কোটি টাকা এবং আহতের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতি পূরণের দাবি করি।
সঞ্জিব দ্রং তার বক্তব্যে বলেন, আমাদের আফসোস যেখানে পুলিশ দুর্বলদের পাশি দাঁড়িয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করবে, তা না করে তারা প্রভাবশালীদের পক্ষে কাজ করছে। আমি প্রশাসনকে অনুরোধ করি পপি যেন কোনভাবে ন্যায্য বিচার থেকে বঞ্চিত না হয় সেটার ব্যবস্থা করার জন্য।
আরো বক্তব্য রাখেন হেমন্ত আই কোড়াইয়া। তিনিও পপি হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। তিনি বলেন, ‘নুসরাত হত্যাকান্ডের মতো দ্রুত যেন পপি হত্যাকান্ডের দ্রুত বিচার হয়। আমি প্রশাসনের নিকট এই আবেদন করি।’
মানববন্ধন ও প্রতিবাত সমাবেশে লিখত বক্তব্য পাঠ করা হয়। সেখানে বলা হয় পপি ত্রিপুরার হত্যাকারীর আসামী বাংলাদেশের আইনের মোতাবেক সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে, দুর্ঘটনার সময় রেকর্ডকৃত সিসি টিভির ফুটেজ আবশ্যিকভাবে বাদীপক্ষকে এক কপি দিতে হবে, ঘটনার পর থেকে পপি ত্রিপুরার পরিবারের সদস্যদের ওপরে নানান ধরনের হুমকি আসছে। সেজন্য অবিলম্বে হুমকিদাতাদের চিহ্নতকরণসহ গ্রেফতার করে পপির পরিবারের নিরাপত্তা দিতে হবে, দুর্ঘটনা সংঘটক চাকলকে বাঁচানোর অপচেষ্টা বন্ধ করতে হবে ইদ্যাদি।
বক্তারা আরো বলেন, ঢাকা ক্রেডিটের সদস্য থানচি ধর্মপল্লীর সন্তান পপি হচ্ছেন সংগ্রামের এক প্রতিক। তিনি নিজে যেমন পড়াশোনা করতেন, বিউটি পার্লারে কাজ করে তিনি তার ছোট ভাইবে ঢাকা বিশ^ বিদ্যালয়ে পড়ার জন্য খরচ দিতেন। একজন লাইসেন্স বিহীন বেপরোয়া গাড়ি চালেকের জন্য থেমে গেল পপির জীবন।