শিরোনাম :
পরপারে চলে গেলেন ক্লেমেন্ট কস্তা
ডিসিনিউজ ।। কালীগঞ্জ
সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন ক্লেমেন্ট কস্তা। ১২ মার্চ, বার্ধক্যজনিত অসুস্থতা কারণে তিনি প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ঢাকা ক্রেডিটের রিয়েল স্টেট বিভাগের সহকারী ম্যানেজার রতন পি. কস্তার বাবা।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা ক্রেডিট পরিবার। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি মাইকেল জন গমেজ তার মৃত্যুতে শোক প্রকাশ এবং আত্মার চিরকল্যাণ কামনা করেন। তার মৃত্যুতে কর্মীদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও।
অপর দিকে ১৩ মার্চ, রাঙ্গামাটিয়ায় ক্লেমেন্ট কস্তার জন্ম ভ‚মিতেই তাকে সমাহিত করা হয়। সকাল ১০টায় রাঙ্গামাটিয়া পবিত্র যীশু হৃদয়ের গির্জায় তার অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিষ্টযাগের পর তাকে গির্জার কবরস্থানেই সমাহিত করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগে ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, নিরাপদ হালদার, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ, এডিসিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, সিও জোনাস গমেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ দিন তারা ক্লেমেন্ট কস্তার কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
ক্লেমেন্ট কস্তা ২৩ অক্টোবর, ১৯৩৬ খ্রিষ্টাব্দে রাঙ্গামাটিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি কর্মজীবনে সাধারণ বিমা কর্পোরেশনে চাকরি করেন। ক্লেমেন্ট কস্তা কালবের ডিরেক্টর, রাঙ্গামাটিয়া সমিতির সেক্রেটারি ও ভাইস-চেয়ারম্যান, প্যারিস কাউন্সিলের সেক্রেটারিসহ বিভিন্ন সংগঠনে সেবাদান করেছেন।