শিরোনাম :
পরপারে পাড়ি জমালেন গ্লোরিয়া মারিয়া কস্তা
ডিসিনিউজ ।। কালিগঞ্জ
মায়ার বাঁধন ছিন্ন করে পরপারে পাড়ি জমালেন কালীগঞ্জের রাঙ্গামাটিয়ার গ্লোরিয়া মারিয়া কস্তা। তিনি ঢাকা ক্রেডিটের রিয়েল স্টেট বিভাগের সহকারী ম্যানেজার রতন কস্তার মা।
১০ মার্চ তিনি বার্ধক্যজনিত কারণে ৭৪ বছর বয়সে মারা যান।
তিনি ছিলেন একজন ধার্মিক প্রার্থনাশীল মানুষ। মারিয়া সেনা সংঘের সাথে তিনি ধর্মীয় কাজে অবদান রেখেছেন।
তার মৃত্যুতে ঢাকা ক্রেডিটের পক্ষে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তারা প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
১১ মার্চ, সকাল সাড়ে ১০টায় মারিয়া কস্তার শেষকৃত্যানুষ্ঠান শেষে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর কবরস্থানে কবরস্থ করা হয়। শেষকৃত্যের খ্রিষ্টযাগ উৎসর্গ করেন রাঙ্গামাটিয়ার ফাদার ভিনসেন্ট খোকন গমেজ।
এ দিন তার কবরে ঢাকা কেডিটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, সজল যোসেফ গমেজ, আনন্দ ফিলিপ পালমা, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সিও স্বপন রোজারিও এবং জোনাস গমেজ প্রমুখ।