শিরোনাম :
পরলোকে পাড়ি জমালেন পাগারের জেমস হেমন্ত গমেজ
ডিসিনিউজ ।। টঙ্গী, গাজীপুর
পৃথিবীর মায়াত্যাগ করে অনন্তধামে পাড়ি জমালেন পাগারনিবাসী জেমস হেমন্ত গমেজ। তিনি ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজের ভাই।
২৭ নভেম্বর রাত ১০টায় ৪০ মিনিটে ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬২ বছর বয়সে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে আইসিসিইউতে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী শিখা গমেজ এবং চার সন্তান রেখে যান।
হেমন্ত গমেজ ছিলেন একজন ব্যবসায়ী। এর পাশাপাশি তিনি সমাজসেবায় ব্রতী ছিলেন। তিনি ঢাকা ক্রেডিটের উপদেষ্টা ও পাগার সেবাকেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য। এ ছাড়াও তিনি পাগার প্যারিস কাউন্সিলের সদস্য ছিলেন। এলাকায় বিভিন্ন সমিতির উপদেষ্টাসহ নানামুখী সমাজসেবায় তিনি অবদান রাখেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ ঢাকা ক্রেডিট পরিবার।
২৮ নভেম্বর সকাল ১১টায় পাগারে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর ধর্মপল্লীর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এ সময় খ্রিষ্টযাগে অংশগ্রহণ ও সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি পিয়ন্ত সি. কস্তা, ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনসহ ঢাকা ক্রেডিটের কর্মী এবং স্থানীয় বিভিন্ন সংঘ-সমিতি ও নেতৃবৃন্দ।