ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পরলোকে বিরিশিরি কালচারাল একাডেমির প্রাক্তন পরিচালক শুভ্র আরেং

পরলোকে বিরিশিরি কালচারাল একাডেমির প্রাক্তন পরিচালক শুভ্র আরেং

0
527

ডিসিনিউজ || ঢাকা

অসুস্থাবস্থায় মারা গেছেন বিরিশিরি কালচারাল একাডেমির প্রাক্তন পরিচালক শুভ্র আরেং। ১৯ আগস্ট দুপুর আড়াইটায় তিনি ঢাকা মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলে অবস্থায় মারা যান।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবার, প্রাক্তন সহকর্মী ও শোভাকাংখীদের মধ্যে।

তাঁর মরদেহ আজ ময়মনসিংহের ধোবাউড়া থানার গোবরচনা গ্রামে সমাধিস্থ করা হবে বলে জানা গেছে।

তিনি চাকরি করেছেন ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ ন্যাজ্যারিন মিশন, সরকারি প্রতিষ্ঠান বিরিশিরি কালচারাল একাডেমিতে। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তাঁর স্ত্রী, মেয়ে অ্যাডভোকেট বাল্মি চিসিম তোড়া এবং ছেলে জুমাং ব্যান্ডের ভোকালিস্ট রাসং চিসিম মুকুটকে।

এ ছাড়া তিনি ছিলেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)র প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক।