শিরোনাম :
পরলোকে সুনীল যোসেফ পিউরীফিকেশন
ডিসিনিউজ || ঢাকা
আজ সকাল ৮.৫০ মিনিটে মারা গেছেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন উপদেষ্টা সুনীল যোসেফ পিউরীফিকেশন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থাবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।
বিকালে তেজগাঁও গির্জায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা তাঁর কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।
অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন তেজগাঁও গির্জার সহকারী পাল-পুরোহিত সনি মার্টিন রড্রিক্স। তিনি উপদেশ বাণীতে বলেন, ‘সুনীল যোসেফ পিউরীফিকেশন ম্যারেজ এনকাউন্টার এবং দি সোসাইটি অব সেন্ট ভিনসেন্ট ডি পলের মাধ্যমে সমাজে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে গেছেন।’
জানা গেছে, সুনীল যোসেফ পিউরীফিকেশন ঢাকা ওয়াইএমসিএ-এর কর্মকান্ডের সাথেও জড়িত ছিলেন। তিনি ঢাকা ওয়াইএমসিএ-এর প্রাক্তন পরিচালক ছিলেন।
ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ডিসিনিউজকে বলেন, ‘সুনীল যোসেফ পিউরীফিকেশন ওয়াইএমসিএ-তে সক্রিয়ভাবে সেবা দিয়েছেন। তিনি আমাকে ওয়াইএমসিএ-তে কাজ করতে উৎসাহিত করেছেন। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। তার আত্মার চির শান্তি কামনা করি।’
তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, প্রাক্তন ডিরেক্টর রূপন পিউরীফিকেশন, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হোসেন চৌধুরী, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল ব্রাদার রবি পিউরীফিকেশন সিএসসি, সুনীল যোসেফ পিউরীফিকেশনের স্বজনসহ প্রায় এক শত খ্রিষ্টভক্ত।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী গীতা সিসিলিয়া পিউরীফিকেশন, ছেলে সুমন পিউরীফিকেশন ও মেয়ে মৌসুমী পিউরীফিকেশনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী।