শিরোনাম :
পরিবেশ দূষণ, অপরিকল্পিত শহরায়ন ও কোর্ট অব ওয়ার্ডস’র হয়রানির প্রতিবাদে সাভার উপজেলায় স্মারকলিপি প্রদান
পরিবেশ দূষণ, অপরিকল্পিত শহরায়ন ও কোর্ট অব ওয়ার্ডস’র হয়রানির প্রতিবাদে সাভার উপজেলায় স্মারকলিপি প্রদান করেছেন সাভারবাসী।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পরিবেশদূষণ, অপরিকল্পিত শহরায়ন, কোর্ট অব ওয়ার্ডসের নামে এলাকার জনগনকে জমি নিয়ে হয়রানি, মাদকের ভয়াবহতা ও খাল দখলের প্রতিবাদে ঢাকা জেলার সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদানের পূর্বে উপজেলা চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সাভার-বিরুলিয়া উন্নয়ন পরিষদের সভাপতি নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন, পৈত্রিক ভিটেমাটি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি মো. আব্দুস সামাদ মোল্লা, সাভার বিরুলিয়া উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত ডি’ রোজারিও, সাভার ওয়াইএমসিএ-এর সভাপতি তপন টমাস রোজারিও, ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন, মো. সুকুর আলী, রাজিয়া সুলতানা, কৃষক লীগ নেতা আহসান হাবীব, আবু বকর সিদ্দিক, মো. মনু খাঁন, মুক্তিযোদ্ধা দিলীপ মার্টিন গমেজ, শ্রমিক নেতা মো. খায়ের উদ্দিন, প্রমুখ।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি জমা প্রদান করা হয়। অতপর স্মারকলিপির কপি স্থানীয় সংসদ সদস্য, সাভার পৌর মেয়র , এসি (ল্যান্ড), সাভার ও বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান, সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের কমিশনারকে প্রদান করা হয়।
বক্তাগণ তাঁদের বক্তব্যে আগামী ৬ মাসের মধ্যে স্মারকলিপিতে উল্লেখিত বিষয়সমূহ সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলেও জানান।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি সাভার পলুর মার্কেট সংলগ্ন রাস্তায় পরিবেশ দূষণ, অপরিকল্পিত শহরায়ন ও কোর্ট অব ওয়ার্ডস-এর হয়রানির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করা হয়েছিল। এরপর থেকে উক্ত দাবি আদায়ে এলাকাবাসী সংহতি জানিয়ে গণ আন্দোলনে নামে।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ :
আরবি/আরপি/১৩ ফেব্রুয়ারি, ২০১৮