ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পর্দা উঠলো ঢাকা ক্রেডিটের ৫৬তম বার্ষিক সাধারণ সভার

পর্দা উঠলো ঢাকা ক্রেডিটের ৫৬তম বার্ষিক সাধারণ সভার

0
342

জাতীয় পতাকা, সমবায়ী পতাকা, ঢাকা ক্রেডিটের পতাকা উত্তোলন এবং তেজগাঁওয়ের ফাদার কমল কোড়াইয়ার প্রার্থনা মধ্য দিয়ে পর্দা উঠলো ঢাকা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভার।

১১ নভেম্বর, শুক্রবার, সকাল সাড়ে দশটায়, তেজগাঁও বটমলী হোম অর্ফানেজ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে ঢাকা ক্রেডিটের ৫৬তম বার্ষিক সাধারণ সভা- ২০১৬ (এজিএম) অনুষ্ঠিত হয়।

01সকাল ৮টা থেকে ক্রেডিটের সাধারণ সদস্যরা এজিএমে যোগ দেওয়ার জন্য নাম নিবন্ধন শুরু করে। ঢাকা ক্রেডিটের এজিএম প্রতি বছরের মতোই এবারও মিলনমেলায় রুপ নেয়। সকাল থেকেই এজিএমের অতিথিরা সভাস্থলে উপস্থিত হন। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ অতিথিদের সাথে নিয়ে জাতীয় পতাকা, সমবায়ী পতাকা এবং ঢাকা ক্রেডিটের পতাকা উত্তোলন এবং ফাদার কমলের প্রার্থনার মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা শুরু হয়।

আরবি/আরপি/এনএম
১১ নভেম্বর, ২৯১৬