ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পর্দা উঠলো মঠবাড়ী খ্রিস্টান যুব সমিতির ২৩তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার

পর্দা উঠলো মঠবাড়ী খ্রিস্টান যুব সমিতির ২৩তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার

0
677

ডিসিনিউজ ।। গাজীপুর

পর্দা উঠলো মঠবাড়ী খ্রিস্টান যুব সমিতির ২৩তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর। ২৫ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়।

‘তারুন্যের আলোকে, উদ্যমের ঝলকে দেখাবো আজি নিজ প্রতিভার উন্মেষ’ প্রতিপাদ্য নিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কথা সাহিত্যিক আনিসুল হক। তিনি আয়োজকদের সাধুবাদ ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মঠবাড়ী মিশনের পাল-পুরোহিত উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি, প্রতিযোগিতার আহ্বায়ক লিংকার্স রোজারিও, মঠবাড়ী পালকীয় পরিষদের সহ-সভাপতি খ্রিষ্টফার দেশাইসহ আরো অনেকে।

২৫ থেকে ২৮ অক্টোবর এই প্রতিযোগিতায় গান, কবিতা, ছড়া, অভিনয়, অংকন, বাদ্যযন্ত্রসহ ২০টি বিভাগে শিশু, কিশোর, যুবরা অংশ নিবে। সারা বাংলাদেশের কাথলিক শিশু, কিশোর এবং যুবারা প্রতিযোগিতা চলাকালীন সময়ে রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।