শিরোনাম :
পর্দা নামলো জাগরণী সংঘের ২৭তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার
ডিসিনিউজ ।। গাজীপুর
পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামলো তুমিলিয়া ধর্মপল্লীর জাগরণী সংঘের ২৭তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার।
২৮২ জন প্রতিযোগির অংশগ্রহণে তুমিলিয়া ধর্মপল্লীর সাধু মাইকেল মিলনায়তনে ৯ অক্টোবর থেকে শুরু হওয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে ১২ অক্টোবর সংগঠনটির শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘প্রতিভার খোঁজে’ শেষ হয়।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:’র চেয়াম্যান পংকজ গিলবার্ট কস্তা এবং দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ডেনী ভিনসেন্ট কস্তা।
এ সময় গেস্ট অব অনার ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘শুধু মাত্র সাধারণ শিক্ষা নিয়ে একটি শিশুর পুর্ণাঙ্গ বিকাশ হতে পারে না। এ জন্যই শিশুদের নিয়ে শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়াসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের গড়ে তোলার উদ্যোগ নিতে হয়। আজকের এই আয়োজন শিশুদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনে গড়ে ওাার ক্ষেত্রে এই সংগঠনের আয়োজন অনেক অবদান রাখবে।’
গেস্ট অব অনার পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। পুঁথিগত বিদ্যার পাশাপাশি মননশীল ও সৃষ্টিশীলতার জন্য এইসব আয়োজন খুবই জরুরী। আমি অনুরোধ জানাই, যারা এই সংগঠনের দায়িত্বে রয়েছে, তারা যেন যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের নার্সিং করেন, যেন তারা জাতীয় পর্যায় যেতে পারে। শিক্ষার্থীদের কাছে অনুরোধ রাখি, চলো আমরা স্বপ্ন দেখি যেন নিজেকে উচ্চ শিখড়ে গড়ে তুলে সমাজকে কিছু দিতে পারি।’
প্রধান অতিথি আগষ্টিন পিউরীফিকেশন বলেন, ‘যারা বিজয়ী হয়েছে, তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের আয়োজনের মধ্যে দিয়ে জাগরণী যুব সংঘ প্রমান করলো, যারা আগামী ভবিষ্যৎ তাদের গড়ে তোলার জন্য অবদান রাখছে। সংগঠনটি শিক্ষা, একতা, শান্তি, ক্রীড়া ও প্রগতি মূলস্তম্ভ রেখেছে এবং সেই মতোই কাজ করে যাচ্ছে। আমরা সব সময় সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করি এবং সেই সাথে সহযোগিতাও দিয়ে যাব।’
এ দিন প্রধান অতিথি, গেস্ট অব অনার এবং অন্যান্য অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।