ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক পাকিস্তানে প্রার্থনার জন্য খুলে দেওয়া হচ্ছে গির্জা

পাকিস্তানে প্রার্থনার জন্য খুলে দেওয়া হচ্ছে গির্জা

0
1519

ডেক্স নিউজ:

পাকিস্তানে উপাসনার জন্য খুলে দেওয়া হচ্ছে গির্জা । ফয়সলাবাদে বিশপ ইন্দ্রিস রিহমত বলেন, সরকার থেকে ঘোষণা এসেছে গির্জায় উপাসনা করা যাবে। তবে যথেষ্ট সচেতন হয়ে সামাজিক দূরত্ব মেনে খ্রিষ্টভক্তদের উপাসনায় অংশ নিতে হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি।’
প্রসঙ্গত, করোনাভাইরাসের জন্য দুই মাস ধরে বন্ধ রয়েছে পাকিস্তানের গির্জাগুলো।
তিনি জানান, সরকার ঘোষণা দিলেও, তারা সরকারের লিখিত অনুমতি সাপেক্ষে আগামী রোববার থেকে গির্জায় সাধারণ খ্রিষ্টভক্তদের জন্য খোলে দিবেন। তবে প্রতিটি গির্জায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ জনের বেশি জনসমাগম চান না তিনি। সেক্ষেত্রে খ্রিষ্টভক্তদের সহযোগিতা কামনা করেন তিনি।
করাচির একজন ধর্মযাজক ফাদার আসিফ সেলিম বলেন, আমরা খ্রিষ্টভক্তদের গির্জায় অংশ নেওয়ার ইচ্ছাকে স্বাগত জানাই। কিন্তু একই সাথে ভাবতে হবে তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যের সুরক্ষার কথা। তাই আমরা পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করবো সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে। (ফিডেস)