ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট পাগারে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার

পাগারে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার

0
549

ডিসিনিউজ ।। গাজীপুর

‘আমরা আমাদের সদস্যদের চাহিদা ও প্রয়োজন অনুসারে ঢাকা ক্রেডিটের প্রডাক্ট ও প্রকল্পগুলোর পরিকল্পনা করেছি’ পাগার শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ এই মন্তব্য করেন।

৮ নভেম্বর, সকাল সাড়ে ১১টায় টঙ্গীর পাগারে ঢাকা ক্রেডিটের উপদেষ্টা স্টেনলী পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা সেমিনারে প্রেসিডেন্ট বাবু মার্কুজ বলেন, ঢাকা ক্রেডিট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সদস্যের প্রয়োজন নিয়ে কাজ করছে। শিক্ষা থেকে শুরু করে কর্মময় জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রতিটি ধাপে ঢাকা ক্রেডিট অবদান রাখছে। ক্রেডিট ইউনিয়ন মানে শুধু ঋণ নেওয়া নয়, ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে নিজের আর্থ-সামাজিক অবস্থা উন্নতি ও সঞ্চয়ের প্রবণতা বাড়াতে হবে।

তিনি সদস্যদের সুসংবাদ দিয়ে বলেন, ‘ঢাকা ক্রেডিট ইতিমধ্যে এটিএম বুথ স্থাপনের কাজ হাতে নিয়েছে। নভেম্বরের শেষের দিকে এটিএম বুথগুলো উদ্বোধন করা হবে। আপনারা যেকোনো সময় চব্বিশ ঘন্টা ঢাকা ক্রেডিটের বুথ থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন। ঢাকা ক্রেডিট এখন আরো উন্নত ও আধুনিকভাবে এগিয়ে চলেছে। এরমধ্যেই ডিসি অ্যাপস্ সদস্যদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ ছাড়াও আপনারা ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রয়োজনীয় প্রডাক্ট ও প্রকল্পগুলো সম্পর্কে জানেন। আশা করি আপনারা ঢাকা ক্রেডিটের সাথে থেকে এর সুবিধাগুলো গ্রহণ করে উপকৃত হবে।’

সেমিনারে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ঢাকা ক্রেডিটের কর্ম-এলাকা, প্রডাক্ট ও প্রকল্প নিয়ে বিশদ আলোচনা করেন।

তিনি বলেন, ঢাকা ক্রেডিট নতুন আইডিয়াকে ধারণ করে, তা লালন করে এগিয়ে যায়। যার ফসল হলো ৮ শ সদস্য সমিতির অভিভাবক কালব এবং ২৭ টি সমিতির অভিভাবক কাককো। এগুলো ঢাকা ক্রেডিটের ফান্ডেই প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং ঢাকা ক্রেডিট নতুন কিছু সৃষ্টিতে সব সময় বদ্ধপরিকর।

খ্রীষ্টান হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন বলেন, ‘ঢাকা ক্রেডিটের ভাল কাজের জন্য প্রশংসা জানাই। আজ শ্রদ্ধা ভরে স্মরণ করি ৬৪ বছর আগে যিনি ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করেছিলেন সেই ফাদার চালর্স জে. ইয়ংকে। তিনি এই প্রতিষ্ঠানের বীজবপন না করলে আজ আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। ঢাকা ক্রেডিট শ্রদ্ধা করার মতো একটি জায়গা এবং গর্ব করার একটি প্রতিষ্ঠান। ঢাকা ক্রেডিট কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রায় ৫ শ কর্মী রয়েছে এই ক্রেডিটে। ঢাকা ক্রেডিট শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য কাছ করছে না, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কাজ করছে।

শিক্ষা সেমিনারে আরো উপস্থিত ছিলেন পাগার ধর্মপল্লীর পাল-পুরোহিত জেভিয়ার পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটেরর প্রাক্তন সেক্রেটারি ও বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পাপিয়া রিবেরু, আলবার্ট আশিস বিশ্বাস, প্রতাপ আগস্টিন গমেজ, আনন্দ ফিলিপ পালমা, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই. রোজারিও, সদস্য ডমিনিক রঞ্জন গমেজ, অন্তর মানখিন, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, সদস্য স্টেলা হাজরা, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টি. রোজারিও, চীফ অফিসার সুদান গাইন, জোনাস গমেজ, পাগার ক্রেডিটের চেয়ারম্যান সেবাস্টিন পিউরীফিকেশন, মাউসাইদ ক্রেডিটের চেয়ারম্যান ডেভিট প্রবীন রোজারিও, ভাদুন ক্রেডিটের চেয়ারম্যান সুজয় পিউরীফিকেশন, হারবাইদ ক্রেডিটের চেয়ারম্যান লিটন গমেজ, পাগার ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের সেক্রেটারি জয়া ডি’কস্তা, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা রঞ্জন পালমা, অবসরপ্রাপ্ত কর্নেল যোসেফ অনিল রোজারিও, খ্রীষ্টান হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান রতন পিউরীফিকেশনসহ প্রায় চার শতাধিক সদস্য।

সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, ‘আজ এখানে আমরা একত্র হয়েছি ঢাকা ক্রেডিট সম্পর্কে আরো বেশি জানতে এবং এর সুযোগ-সুবিধাগুলো যেন সঠিকভাবে গ্রহণ করতে পারি সেই ধারণা নিতে। আমাদের ঢাকা ক্রেডিটের মানুষের বেঁচে থাকার ৫টি মৌলিক অধিকার নিয়ে কাজ করছে। এর সাথে যোগ হয়েছে চিত্তবিনোদন। আমরা ঢাকা ক্রেডিটের সাথে সবাই মিলে এগিয়ে যাব।’

সেমিনারের শেষাংশে সদস্য ও অতিথিরা এক মুক্তালোচনায় অংশ নেয়।

একজন সদস্যের প্রশ্নের উত্তরে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ বলেন, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সদস্যরা বিশেষ সুযোগ ভোগ করতে পারবে। বিশেষ করে যারা ঢাকা ক্রেডিটের স্বাস্থ্য বীমার অন্তর্ভুক্ত তারা সরাসরি ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সুবিধা পাবেন। আগে শিক্ষা লোন ছিল মাত্র ৫০ হাজার টাকা, কিন্তু আমরা বিভিন্ন কিছু বিবেচনা করে তা ১০ লাখ টাকায় বৃদ্ধি করেছি। মোট কথা ঢাকা ক্রেডিটের প্রায় সবকিছুই সদস্যবান্ধব করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর ফাদার চালর্স জে. ইয়ং ফাউন্ডেশনের যাত্রা শুরু করতে যাচ্ছি।

সেমিনারটি সঞ্চালনা করেন সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা। সেমিনার শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন বোর্ড অব ডিরেক্টর আলবার্ট আশিস বিশ্বাস।