শিরোনাম :
পাদ্রীশিবপুর খ্রীষ্টান যুব সংঘ, ঢাকা বার্ষিক সাধারন সভা (সংশোধিত) ও “নির্বাচন- ২০১৭ সংক্রান্ত বিজ্ঞপ্তি”
পাদ্রীশিবপুর খ্রীষ্টান যুব সংঘ, ঢাকা বার্ষিক সাধারন সভা (সংশোধিত) ও “নির্বাচন- ২০১৭ সংক্রান্ত বিজ্ঞপ্তি”
সম্মানিত সদস্য/সদস্যাবৃন্দ,
এতদ্বারা এই মর্মে বিজ্ঞপ্তি প্রদান করা যাচ্ছে যে, আগামী ১৪ই জুলাই, ২০১৭ ইং তারিখ, রোজ শুক্রবার, বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় এর হলরুমে, পাদ্রীশিবপুর খ্রীষ্টান যুব সংঘ, ঢাকা (পি. সি. জে. এস. ঢাকা) এর ৫ম বার্ষিক সাধারণ সভা (দ্বিবার্ষিক) ও নির্বাচন- ২০১৭ অনুষ্ঠিত হবে ।
উক্ত বার্ষিক সাধারন সভাটি বিকাল ০৪.০০ ঘটিকাই আরম্ভ হয়ে বিকালের নাস্তা যোগে সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত চলবে। উক্ত সভার পরপরই সংঘের নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রাথীগণকে আগামী ৪ থেকে ৭ই জুলাই, ২০১৭ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন হতে প্রাথীতার আবেদন পত্র সংগ্রহ করে আগামী ১০ই জুলাই, ২০১৭ তারিখ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত আবেদন পত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
নিম্নে নির্বাচন কমিশনারদের নাম, পদবী, যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া হ ঃ
ক্র.ন: নাম পদবী ঠিকানা মোবাইল নাম্বার
১ মিঃ ডমিনিক লেলিন গোমেজ : প্রধান নির্বাচন কমিশনার- ০১৭১৮৭৪২৬৭১ (ঠিকানা : দ: ১৮, (নিচতলা) ১৪৫, এয়ারপোর্ট রোড সুপার মার্কেট, তেজগাঁও, ঢাকা- ১২১৫।)
২ মিঃ জর্জ টি. ডি’কস্তা : সদস্য- ০১৭১৪৩১৩৫২৭ (ঠিকানা : ঐ)
৩ মিঃ ডমিনিক লিটু ডি’রোজারিও : সদস্য- ০১৭৪৯৬১৮৪১২ (ঠিকানা- ঐ)
উল্লেখ্য যে, প্রাথীগণের যোগ্যতা সংঘের সংবিধান অনুসারে নির্ধারিত হবে।
নিম্নে বৈধ ভোটার তালিকা দেওয়া হল :
পরিশেষে, বার্ষিক সাধারন সভা ও “নির্বাচন ২০১৭” সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ।
ধন্যবাদান্তে,
মাইকেল লিয়ার্ড গোমেজ
সাধারণ সম্পাদক
পি. সি. জে. এস. ঢাকা।
ভোটার তালিকা (লিঙ্কে ক্লিক করুন)
PCJS, Dhaka- Voter List- 2017- Final (2)